কবিতা : সাধারণ বিভাগ
|| পথ ||
যদি কখনও বাতাসে
খুঁজে পাও কান্নার আমেজ,
ভুল করে চেয়ে দেখো
পাতা নড়া বন্ধ হয়ে গেছে।
যদি কখনও মনে হয়
বেঁচে থাকার অভিযান শেষ হয়ে গেছে,
মনে করে দেখো ;
তোমাকে কেউ ভালোবেসেছিল!
যে এখনও বেঁচে আছে।
যদি কখনও হারিয়ে যেতে ইচ্ছে করে,
হৃদয়ের কোনও অচেনা গন্তব্যে...
দু'চোখ থেকে অনেক দূরে
যতটা স্বাধীণতা মেলে ততখানি
অবাধে পৌঁছে দেখো ;
সুখ ভর করে আছে আমার শরীরে ।।
খুঁজে পাও কান্নার আমেজ,
ভুল করে চেয়ে দেখো
পাতা নড়া বন্ধ হয়ে গেছে।
যদি কখনও মনে হয়
বেঁচে থাকার অভিযান শেষ হয়ে গেছে,
মনে করে দেখো ;
তোমাকে কেউ ভালোবেসেছিল!
যে এখনও বেঁচে আছে।
যদি কখনও হারিয়ে যেতে ইচ্ছে করে,
হৃদয়ের কোনও অচেনা গন্তব্যে...
দু'চোখ থেকে অনেক দূরে
যতটা স্বাধীণতা মেলে ততখানি
অবাধে পৌঁছে দেখো ;
সুখ ভর করে আছে আমার শরীরে ।।
দেবার্ঘ সেন (চিত্রপরিচালক এবং চিত্রনাট্যকার) ******* |
No comments:
Post a Comment