এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

কৃষ্ণেন্দু দাসঠাকুর


কবিতা : সাধারণ বিভাগ


ম্যাজিক শো

কানের লতির মতো বিকেল
ঘাস ছেঁড়া চোখ আর দেখে না
ধোঁয়াশায় ভিজছে সে পাণ্ডুলিপি
কনে দেখা আলো--
আর সুড়সুড়ি দেয়না
একরাশ তুলি আর প্যাস্টেলের
দীর্ঘ দেবদারুর পথভাঙা
ক্যানভাসের চোখ বন্ধ
তবুও যে কিসের আবিষ্কারের নেশা
গলির মুখে দাঁড়িয়ে ছেলেটা
আজ সন্ধ্যা ৭টায় ম্যাজিক শো
টিকিট প্রচার মাইকে পাওয়া যাচ্ছে

            ---০০---

ডাইরি

কচুপাতার উপশিরায় জন্মানো
ভালোবাসা, আর
নাইটক্লাব,বারের আলোর
লাল বরফ জলে তৈরী
ফটোফ্রেম অচিরেই ভেঙে পড়ে।
সাপের দাঁতের গোঁড়াভাঙা হচ্ছে
বিষথলের খোঁজে
জ্যারিকেন ভর্তি সাপের বিষ
কাঁচের ঘরের মানুষের জীবন্ত কঙ্কাল
পাড়ি দিচ্ছে।কাঁচি তৈরী--
প্রকাশক বলুন,কোথায় কোন অংশটা
কতটা বাদ দেব…

                   ---০০---


কৃষ্ণেন্দু দাসঠাকুর।

গ্রাম+পোঃ-কান্দরা
জেলা- পূর্ব বর্ধমান
সূচক:৭১৩১২৯
প্রয়োজনে:৯২৩২৮৩০৭৭৬



No comments:

Post a Comment