এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

আর্যতীর্থ


কবিতা : সাধারণ বিভাগ


। ব্যর্থতা।

কি যে লিখি ছাই ভাবনা ছড়াই চতুর্দিকে
কবে যে কলম কবিতা লেখাটা ফেলবে শিখে!
হয় নি এখনো ,হয় না কখনো যা বলতে চাই
ছন্দমিলের ছদ্মতে পোড়ে কথাদের ছাই।

বলতে পারিনা ব্যথাদের কথা ততটা প্রকট ভাবে
যতটা স্পষ্ট হয়ে গেলে তারা ঘরে ঘরে পৌঁছাবে।
যেখানে আমার ফাটবার কথা বিক্ষোভে প্রতিবাদে
ন্যাকা ন্যাকা কিছু গালভরা কথা ইনিয়ে বিনিয়ে কাঁদে।

ভাবনারা উড়ে যায় না কখনো স্বপ্নের কাছাকাছি
পাশ ফিরে শুয়ে চোখ বুজে বলে এই বেশ ভালো আছি।
সুখের গল্প কষ্টকল্পে কিভাবে লিখবো বলো,
কলমের গলা চেপে ধরে থাকে বেবাক দুঃখগুলো।

আমার কলমে যে চিন্তা আসে সক্কলে প্রতিবন্ধী
কাঁটাতার দেখে পিছু হটে আসে, বড় কাপুরুষগন্ধী।
তবু ভেবে যাই কখনো শব্দে ভাবনা ছিনিয়ে নেবো,
তেমন কবিতা কখনো লিখলে কলম ভাসিয়ে দেবো..

আর্যতীর্থ

*******

No comments:

Post a Comment