কবিতা : সাধারণ বিভাগ
ভার্চুয়াল ওয়ার্ল্ড
ধরুন, একটি আস্ত অজগর
আপনার বাড়ির দরজায়
আপনি ঘুম থেকে উঠলেন
আপনি ঘুম থেকে উঠলেন
এবং অবশ্যই দরজা খুললেন
অজগরকে দেখে আঁতকে উঠলেন
আপনার চিৎকারে ছুটে এলো পাড়ার লোক
খবর গেল বনবিভাগে
খবর পেয়ে ছুটে এলো তাদের কর্মীগণ
তৎপরতার সঙ্গে তাঁরা ধরে নিয়ে গেলেন অজগর
আস্তে আস্তে কমতে থাকলো
অজগরকে দেখে আঁতকে উঠলেন
আপনার চিৎকারে ছুটে এলো পাড়ার লোক
খবর গেল বনবিভাগে
খবর পেয়ে ছুটে এলো তাদের কর্মীগণ
তৎপরতার সঙ্গে তাঁরা ধরে নিয়ে গেলেন অজগর
আস্তে আস্তে কমতে থাকলো
আপনার বাড়ির সামনে জড়ো হওয়া ভিড়
আপনি ভাবলেন যাক বাবা বাঁচা গেল
পরের দিন আবার আপনি ঘুম থেকে উঠলেন
আপনি ভাবলেন যাক বাবা বাঁচা গেল
পরের দিন আবার আপনি ঘুম থেকে উঠলেন
এবং অবশ্যই দরজা খুললেন
দেখলেন সেই অজগরটা আবার এসেছে
আপনার ছেলে পুটু হাততালি দিয়ে বলে উঠলো
অ এ অজগর আসছে তেড়ে
আপনি দেখলেন অজগরটা
দেখলেন সেই অজগরটা আবার এসেছে
আপনার ছেলে পুটু হাততালি দিয়ে বলে উঠলো
অ এ অজগর আসছে তেড়ে
আপনি দেখলেন অজগরটা
হাসতে ঢুকে গেল ঘরে
আপনার ছেলে দুধ আর কলা নিয়ে এলো
সাপটা দুধ আর কলা খেলো
আপনার ছেলে দুধ আর কলা নিয়ে এলো
সাপটা দুধ আর কলা খেলো
আপনি ততোক্ষণে ভয় পেয়ে
উঠে পড়েছেন টেবিলের ওপরে
আপনার মিসেস মানে আমাদের বৌদি
আপনার মিসেস মানে আমাদের বৌদি
তখনো ঘুমিয়ে কাদা
আপনি চিৎকার করতে থাকলেন
বৌদির ঘুম ভাঙতেই সাপটা গুড মর্নিং জানিয়ে
আপনি চিৎকার করতে থাকলেন
বৌদির ঘুম ভাঙতেই সাপটা গুড মর্নিং জানিয়ে
হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল
আপনি অবাক হয়ে তাকিয়ে রইলেন
আপনি অবাক হয়ে তাকিয়ে রইলেন
আরে দাদা চাপ নেবেন না
আগেই তো বলেছি
ধরুন, একটি আস্ত অজগর
আপনার বাড়ির দরজায়
জারণ
রাতের মৃত্যু হলে ঝরে পড়ে শিউলি
কি করে সামলাই জ্বর
তুলে রাখি বীজ ধান
সেখানে ও শিকারী
মাটি ফুঁড়ে ঢুকে পড়ে কিশোরী রোদ
ব্যর্থ কৃষক
প্রেমের কবিতা লেখে
ফিরে দ্যাখে
হতাশার চারশো একর
No comments:
Post a Comment