কবিতা : সাধারণ বিভাগ
সত্য-শূন্য
যে শূন্যতার বুকে মাথা রেখে ঘুম আসে চোখে,
রামধনু স্বপ্নরা ডানা মেলে নীরব উল্লাসে
নদীও যুবতী হয় সাগর আহ্বানে
যে মহাশূন্যের নীলে মেঘেরাও বাসা বাঁধে
অনায়াসে। ঝরে পড়া বৃষ্টিরা ফুল হয়ে ফোটে।
ছায়াপথ ঘেরা অসীমের মাঝে রঙে রঙে জেগে ওঠে
পৃথিবীর অবয়ব। দৈনন্দিন খুঁটিনাটি।
আলোছায়া আর আমাদের অনুভূতি।
নক্ষত্রঘেরা অসীম সুন্দরের বার্তা রেখে যাওয়া
সে সত্য শূন্যেই থাকে সৃষ্টির ইতিকথা।
যে শূন্যতার বুকে মাথা রেখে ঘুম আসে চোখে,
রামধনু স্বপ্নরা ডানা মেলে নীরব উল্লাসে
নদীও যুবতী হয় সাগর আহ্বানে
যে মহাশূন্যের নীলে মেঘেরাও বাসা বাঁধে
অনায়াসে। ঝরে পড়া বৃষ্টিরা ফুল হয়ে ফোটে।
ছায়াপথ ঘেরা অসীমের মাঝে রঙে রঙে জেগে ওঠে
পৃথিবীর অবয়ব। দৈনন্দিন খুঁটিনাটি।
আলোছায়া আর আমাদের অনুভূতি।
নক্ষত্রঘেরা অসীম সুন্দরের বার্তা রেখে যাওয়া
সে সত্য শূন্যেই থাকে সৃষ্টির ইতিকথা।
সন্ধিক্ষণে
হেমন্তের পড়ন্ত বেলা কুয়াশাদের ডেকেছিল চুপি চুপি।
বিদায়ের আগে কৃষকের আঙিনা ভরিয়ে ছিল সোনালী উপহারে,
উত্তুরে বাতাস গাইছিল নবান্নের আগমনী সঙ্গীত
ক্লান্ত রোদ্দুর কানে কানে বলে গেল ‘সে আসছে।‘
মন কেমন করা বিকেলে পশমী পোশাক গুলো উঁকি দেয়
আর জানতে চায় ওরা কি শীতঘুমে গেল?
শীত শীত রাতের অন্ধকারে একটু উষ্ণতার জন্য
কাছাকাছি আসতেই সূচনা হল এক নতুন কাহিনী।
*******
No comments:
Post a Comment