কবিতা : সাধারণ বিভাগ
হাতবোমা
--------------
প্রকাশ্য দিবালোকের দুই-তৃতীয়াংশে
গানের শেষদিক কিছুতেই
মাথার মাপে হচ্ছে না।
জলীয়ভাগের সাহস-
অবাক ধরে পালিয়েছে যারা
আমার ছোটখাটো বিজ্ঞানে
দরোজায় পিঠ রেখে বসে থাকার মতো
সবটাই সাবলীল।
এভাবেই ইচ্ছেগুলো-
নিজের নামের শব্দ
হাতবোমার কাছাকাছি ফাটিয়ে দেওয়ার
কোরাসে মৃদু একটি গলা
ওষুধের খোসার মতো বিশ্বস্ত হয়েছে
সত্যঘটনা
--------------
প্রিয় তালিকায় রাখার আগেই
মন্তব্য ছুঁড়ে বসলাম
যেভাবে সাইকেল সারানোর মিস্ত্রি
যতখানি টাইট দেয়-
গভীরতা থেকে মানুষগুলি নিজেদের খুঁজে
পেয়েছে
যদিও পাথরের চেয়েও পোক্ত প্রমান
গামছার গিঁট
ধূর্ত মগজ আর শুকনো পাতা
সবজির খোসার মতো উদাসীন
সত্যঘটনাটি বুকের নীচে-
যখন ঠিকঠাক তোমার জ্যামিতি পর্যন্ত
সরতে পারছি
*******
No comments:
Post a Comment