এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

ভুজুঙ মাঝি


আঞ্চলিক উপভাষার কবিতা




বাজারে ল্যেগেছে আগুন

আঁটকুড়রা ভুট লিবেক -ভুট দ্যিব্ না কলা ,
খাবার জিনিসের দামগালা যে হু -হু করে বাড়ছে ,
খাবার জিনিস লয় যেন মুনে হছে্ সুনা ।
ও সরকার ,ও মুদের ভগবান -শুনছ্ কি কানে ?
মুদের খাবার জিনিসের দামগালা  একটুকু কঁমায় দাও ক্যানে ।

চালের দামট শুনেছঅ -
গুটা কুড়ি সন্নট বটে,অন্যট্ খেতে গ্যেলে বাবু হঅ্তে হবেক্ সুটে -বুটে ।
ও মাগো ত্যাল হঁয়েছে একশ টাকা কেজি ,
মরদ আমার বিনা ত্যেলে রাঁধতে্ বলে দ্যেখি ,
মরণ হঁয়েছে আমার -
ঘরের কুণে বসে বসে কাঁদি আর বলি -হে মা তু কেনে ত্যাল দিঁয়ে রাঁধা শিখিনছিলি ;
গায়ে -ত ত্যাল লিনাগ ,মাথায় লিয়া ছাড় ,ছেলেগালা কে কী মাঁখাঞে চান করাব্ -আসুটুন লয় বলঅ ?
আগের যুগের মানুষ ছিল্য  ভাল ,
ত্যাল মশলা লাগতঅনাক -কাঁচাই খ্যেত জানঅ ।

ও -মাগো কত কাল যে চোখে দেখি নায় পুস্ত,নাম শুনলেই জিভে জল এসে যায় -বলঅ দেখিনি কতঅ কষ্ট্ ।
যাক বাবা নুনের দামট্ অ্যাখুন কমই আছে -পরে কী হবে কী জানে ,
অ্যাক দিন দেখবে -চিনির দামের সুমান হঞেছে নুন ,
দাম শুনে ভুলেই  যাবে খেছি চিনি না নুন ।

তরকারির দাম লয়গো -যেন আগুন ,
হাটের দিকে -মরদট ওইজুন্যে যায়না অ্যাখুন ;
পিঁয়াজ আর পিঁয়াজ লয়গো আফেল বলায় ভালঅ -
দুটোর দামই সুমান সুমান -কী কইরে বুঝবে কুনট কুন শালঅ ।
লংকা কিনতে গেলে লংকা কান্ড করতে হয় ,
অ্যায় শালঅ  সবসময়ই চড়া দামে রয়।
আলুর কথা অ্যাখুন আর লয় ,
বুজতে লারি ইমালট কখন কুথা রয়

হে ভগবান ,হে সরকার ,তুদের হাতে -পায়ে পরি -
নুনের দামট যেন কখন বাঁড়াস না
ছুঁড়ি -;
কিছু না হঅলে আমরা যেন নুনে ভাতে খ্যাতে পারি !
ও -সরকার ,ও মুদের ভগবান -শুনছ কি কানে -
মুদের খাবার জিনিসগালার দামট একটুকু কমাঞ দাও ক্যেনে ।



"চ -তুরা সব ইশকুলেতে- চ "

বয়েস হল ছয় কি পাঁচ
ভয় -ডর করিস না আর আজ, /
লাজ করবিনা অ্যাকটুকু
সরকার তুদের দিবে সবকিছু ,/
চ -তুরা সব ইশকুলেতে -চ l //

পেটে -ভাতে খ্যেতে পাবি
বই -পত্র -সবই পাবি ,/
চটি -জুত ,জ্যামা-পেনট
চিকিৎসাওট ফ্রীতে পাবি ,/
চ -তুরা সব ইশকুলেতে -চ  l //

গুছা গুছা কন্যাশ্রীর টাকা পাবি
কিলিং কিলিং সাইকেলটও পাবি,/
গ্যাদে  গ্যাদে সরকারের ছুটিট পাবি
মাস্টরগুলাকে ছুটিতে ইশকুলে পাবি,/
   চ -তুরা সব ইশকুলেতে- চ l //

      পাড়ার সব নুনা -নুনি
     কেও যেন বাদ না পরি ,/
লিখা -পড়া না কঅলেও পাশ হবেক
ইশকুলটই তুদের যেতে কিন্তু হবেক,/
     চ -তুরা সব ইশকুলেতে -চ
     চ - তুরা সব ইশকুলে তে- চ ll

বিপদতারণ দাস
পেশায় শিক্ষক -নেশায় লেখক।
ভুজুঙ মাঝি -ছদ্মনামে  মূলত রাঢ়বাংলার খনি অঞ্চলের আঞ্চলিক ভাষা ও এই অঞ্চলের অধিবাসীদের বাংলা ভাষা  নিয়ে কবিতা লেখালেখি ।
অসংখ্য লিটিল ম্যাগাজিনে ও ওয়েব ব্লগে কবিতা প্রকাশিত এবং মঞ্চের বাচিক শিল্পী ।

*******

No comments:

Post a Comment