কবিতা : সাধারণ বিভাগ
মালি, দর্জি ও ফিল্মদর্শন
মালি—ফুলের একজন খুব আপনজন...
মালিকের চেয়ে মালির প্রতি-ই বেশি
ফুলের মায়া-প্রেম-মোহ...ভালবাসার গহন...
দর্জি—মূলত মুখোশের এক মহৎ কারিগর—যে
সেলাই করে চলে জীবনভর
মানুষের স্বরূপ ঢাকার কিছু কৌশল...
ফিল্ম—দর্জির সগোত্রের এক ভান-গ্যালারী
মুখোশের এক দক্ষ প্রদর্শক—যেখানে চলে
বিনয়ে ভান, স্বরূপ ঢাকার কু-রূপ কৌশল
ধূর্ত আধুনিকতার এলিট আজান...!
শেকড়, চূড়া, গাছ ও আপেল সমূহ
১।
গাছ—পক্ষীনীড়ের এক বেজমেন্ট যেন সিকিউরিটি গার্ড...
এর হরিৎপাতা, বীজ, ডালের বাকল খেয়ে বাঁচো...
এরপরও পাখি, তোমার এতো রণন, উড়ার এতো অহং...‽
২।
চূড়াজয়ী অই —উপত্যাকা পিষে পিষে উঠা
এক নিষ্ঠুর বিজেতার নাম...
উপত্যাকা—সহ্য ধৈর্যের শিখা ফুটে থাকা
এক পরার্থপর কিংবা পুরাবাদীর গোত্রধাম
৩।
দেখো, এই যে খুঁটি—এক মস্ত ছাদের বাহক...
মাঝে মাঝে দ্রোহে ভেঙে গিয়ে
ভাঙে ছাদের অহং...
৪।
শেকড়—আড়ালের গোপন এক মহাপ্রেমীর নাম
যে শুধু দিতেই জানে—জল-নুন...বহে দেহ ফল...
অথচ আজীবন শিখরেই মুকুট উঠে, দেখো, ফোটে
মহানের তকমা ওখানে...
শেকড়কে কে মনে রাখে? নাই-বা রাখলো, শেকড়
মহানই থাকে চিরকাল শেকড়ের মতোই গোপন!
৫।
জানো তো, আপেলের উপরেই চড়ে ধারালো চাকু,
তবু চাকুকেই নমস্কার জানায় কতজন!
কত ভীরু! কত ভীরু!
আমিও না হয় আপেল হলাম, দিলাম তোমায়
শেকড়সেবা
উজাড় করে
উজাড় করে...
গাছ—পক্ষীনীড়ের এক বেজমেন্ট যেন সিকিউরিটি গার্ড...
এর হরিৎপাতা, বীজ, ডালের বাকল খেয়ে বাঁচো...
এরপরও পাখি, তোমার এতো রণন, উড়ার এতো অহং...‽
২।
চূড়াজয়ী অই —উপত্যাকা পিষে পিষে উঠা
এক নিষ্ঠুর বিজেতার নাম...
উপত্যাকা—সহ্য ধৈর্যের শিখা ফুটে থাকা
এক পরার্থপর কিংবা পুরাবাদীর গোত্রধাম
৩।
দেখো, এই যে খুঁটি—এক মস্ত ছাদের বাহক...
মাঝে মাঝে দ্রোহে ভেঙে গিয়ে
ভাঙে ছাদের অহং...
৪।
শেকড়—আড়ালের গোপন এক মহাপ্রেমীর নাম
যে শুধু দিতেই জানে—জল-নুন...বহে দেহ ফল...
অথচ আজীবন শিখরেই মুকুট উঠে, দেখো, ফোটে
মহানের তকমা ওখানে...
শেকড়কে কে মনে রাখে? নাই-বা রাখলো, শেকড়
মহানই থাকে চিরকাল শেকড়ের মতোই গোপন!
৫।
জানো তো, আপেলের উপরেই চড়ে ধারালো চাকু,
তবু চাকুকেই নমস্কার জানায় কতজন!
কত ভীরু! কত ভীরু!
আমিও না হয় আপেল হলাম, দিলাম তোমায়
শেকড়সেবা
উজাড় করে
উজাড় করে...
*******
নকিব মুকশি
ফার্মগেট, ঢাকা।
E-mail: nm13ye@gmail.com
01750989541
No comments:
Post a Comment