এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

শুভদীপ ভট্টাচার্য্য


কবিতা : সাধারণ বিভাগ



অন্ধকারের কবিতা -২

যে রাত্রির গভীরতায় অদৃশ্য সংসার গড়ে ওঠে
তা কিন্তু অ্যালকোহলের সুবাস সাজায় ফুলদানীতে
কিশোরবেলার  কিছু অসুখ প্রেমপত্রের মত জমে থাকে পুষ্পাধারে
পুষ্পবন থেকে উড়ে আসে একটি প্রজাপতি
যুগলের স্রোতে ভেসে যায় তার ভগ্ন শরীর
পাতাদের খাঁজে যেমন লুকিয়ে থাকে পৌরাণিক ধুলো
মনের ভেতর লুকোতে চায় এমনই বিপর্যস্ত আলো
ঔদ্ধত্য ধাক্কা খায় বিপ্রতীপ মোহে
পুড়ে খাক হয় আলোর গভীরে পাপবোধ
আজন্মের অভিশাপ বইতে না পেরে
অন্ধকারের ভেতর জন্ম নেয় প্রেমরূপ প্রেত
নখের আঁচড়ে জেগে ওঠে আঁশটে শরীর
এমন রাতের নিবেদিত সম্পর্ক -নিভে আসা
আলোর মত নিস্পৃহ ,আঁধারের মত  বিহ্বল
অথবা আলো-আঁধারী খুনসুটি ।



অন্ধকারের ভেতর বিমর্ষবোধ ৩

রাতকে ছুঁয়ে দেখতে হলে জ্যোৎস্না হতে হবে
তাই রাতকে কোনদিন জানা হল না
রাত তার উপনামে বিষন্নতা জাগিয়ে রাখে
অনুষঙ্গ দহনকালে নির্নিমেষ বিবমিষা

রাতের গভীরে ঢুকে যাচ্ছে অশরীরী কেউ
তার ভেতরে আমি .. আমার ভেতর অন্য কেউ
জোনাকির গল্প শুনব বলে একদিন
বসে আছি রাতের অপেক্ষায় -

চোখের নিচে আলো রেখে পালিয়ে যাওয়া রাত
নশ্বরতার গন্ধ ভেঙে ফিরবে না কোনদিন
যতদিন আলোর প্রেমে হাপুস ভেজে মন ।
 শুভদীপ ভট্টাচার্য্য
কথা- 9933993939
জন্ম- ১৯৯৫ সাল,, ৪ঠা ডিসেম্বর
গ্রামের নাম- নডিহা
জেলা - পুরুলিয়া
বর্তমানে গণিত বিষয়ের ছাত্র

কবিতার প্রতি অমোঘ আকর্ষণ ছোটবেলা থেকেই । গণিতের সাথে সংসার পাতলেও  সাহিত্য আমার  কাছে বলতে না পারা কিশোরবেলার প্রেমিকা ।
আপাতত ভারত ও বাংলাদেশের পত্র পত্রিকাতে লেখালেখি করে আনন্দ ও অনুপ্রেরণা পাই ।

******

No comments:

Post a Comment