এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

জ্যোতির্ময় রায়


কবিতা : সাধারণ বিভাগ



ডেমোক্রেসি

আজকাল খবর নিয়ে খবরাখবর ,বিজ্ঞাপনী জীবন ,
হাসি মুখে মুখোশ ডেকেছে চাঁদও,ক্যানসারে আক্রান্ত মন ।।
এজকাল এ দেশে স্বপ্ন বিক্রি হয় সস্তায় ,ভাতের দাম বেশি ।
"বেশ ভালো আছি",পুতুলে দিনযাপন, বিকজ ইটস ডেমোক্রেসি ।।

বাবা সেজেছে ওম ,কিংবা সন্ন্যাসী রামরহিম ।
আমরা উল্টো করে পড়ছি "হাট্টি মাট্টিম টিম "।।
শিক্ষক নিজেই ভক্ষক ,শরীর পড়াচ্ছে সেও ।
এ দেশে কৃষক অন্নহীন , এক চাদরে কেটেছে শীতও।।
কিংবা বইয়ের বোঝা মাথায় , বাজারে ডিস্কো করে জিএসটি ।
"জনগণমন অধিনায়ক.." "নো! ইটস ডেমোক্রেসি "।।

মোমবাতি জ্বলে আবার ,বিক্ষোপ কোনো মিছিল ।
ভোট দিচ্ছি ভালোমানুষ ভেবে ,রাজা দেখি চিল ।।
টাকা-ক্যান্সারে ডাক্তার কিংবা ন্যায় বিচারে উকিলও খায় চুষে ।
এদেশে সেলিব্রিটি ধর্ষক,সেই হিরো সিনেমায় ,ধর্ষিতা ট্রামের চাকায় যায় পিষে ।।
"তুই আমি চুপ চাপ থাকি ,"ভেনিশ হবি বললে কথা বেশি"।

তবুও জাতীয় পতাকা উড়ে,আলোতে সাজে শহর,
উৎসবি সুখে," বিকোজ ইটস আওয়ার ডেমোক্রেসি ।।

জ‍্যোতির্ময় রায়
লোহাগঞ্জ, কুশমুন্ডি
দক্ষিণ দিনাজপুর
জন্ম - ১৯৯৬
বর্তমানে মেডিসিন নিয়ে পাঠরত
BCDA College of Pharmacy and Technology তে।

*******

No comments:

Post a Comment