এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

নাফছি জাহান


কবিতা : সাধারণ বিভাগ



"ব্যথিত মানব হৃদয়"

প্রত্যেকটি মানব প্রাণ- কতোটা নৈপুণ্যের সহিত
একান্তে বিষাদের আবাদ করে যায় রক্তমাখা যুদ্ধ ব্যতীত,
অবয়ব জুড়ে প্রাণচাঞ্চল্যকর হাসির বহিপ্রকাশ
সত্যতা জানার জন্য গড়ে তোলে এক অপর্যাপ্ত ইতিহাস।
নীরবে অশ্রুবিন্দু ঝরে ঝরে কোনো এক মুহূর্তে অশ্রুধারার জন্ম দেয়,
সে অশ্রুধারায় সকলে এক কাতারে স্নান করেনা
একেকটি মানুষের ভিন্ন ভিন্ন অশ্রুধারায়-
তারা নীরবে-নিভৃতে ডুব দেয়।
ব্যথার বন্ধনে আবদ্ধ হয়ে, জীবনকে মূল্যহীন রূপে গড়ে তোলা
এ যেনো প্রকৃতির এক অমোঘ নিয়ম,
আহা! একেকটি মানব এক চিলতে হাসির আড়ালে
কতোটা কষ্টকে লুকিয়ে রাখে,সে খবর পৌছেনা কোনো দ্বারে।



"ঘুমন্ত মানব পৃথিবী"

ঘুমে কাতর মানব পৃথিবী- প্রাণহীন জীবিতপ্রাণ নিয়ে
আধমরা হয়ে বেঁচে আছে,
তাদের অন্তদৃষ্টি চক্ষু বন্ধ করে- অবিবেচকের আবরণ
আষ্টেপৃষ্টে যত্ন সহকারে জড়িয়ে রেখেছে।
প্রলোভনের অশ্রুতিমধুর শব্দবিন্যাস
কোমলতাকে বিতাড়িত করে, কঠোরতাকে নিত্যসঙ্গী করেছে,
সৃষ্টির প্রতি ভালোবাসা হয়তো তাদের বিড়ম্বনা করছে
তাইতো চক্রাকারে বিন্যস্ত, প্রাক্তন বিবেকহীন চিন্তাধারার
তাদের হৃদয়ের অন্তস্থলে পুনরাবৃত্তি ঘটছে।
বিবেকের এ অন্তিম দশা প্রত্যক্ষ করে-
মানব পৃথিবী যেনো আনন্দে মেতে আছে,
হায়রে জীবন! ঘুমিয়ে থাকা মানব জীবন।

নাফছি জাহান
কাউতলী,ব্রাহ্মণবাড়িয়া,বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ
রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট

********

No comments:

Post a Comment