এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

অসীম মালিক


কবিতা : সাধারণ বিভাগ


সুপ্রভাত এসেছিল

এ পাড়ায় সবাই শুকতারাকে চেনে
কিন্তু সাঁঝতারা ভালবেসে
সবাই রাত্রিকে বরণ করে নিয়েছে l

সুপ্রভাত এসেছিল ,
রাতপাখির ডানায় ভর করে
আমাদের পাড়ায় l

তখনও কেউ ঘুম থেকে ওঠেনি l
দুর্বাঘাসের সঙ্গে কথা হয়েছে l
পাখির সঙ্গে কথা হয়েছে l
আকাশ , বাতাস , সাতসমুদ্র তেরো নদীর সাথে কথা হয়েছে l শুধু কথা হয়নি l পোড়ো ঘরটির সঙ্গে l
সুপ্রভাত প্রাচীর টোপকে আমাদের ঘরে ঢুকেছিল l

কেউ তাকে অভ্যর্থনা জানায়নি !
উঠোনে খানিক হাতপা ছড়িয়ে অপেক্ষা করার পর
সে একাই ফিরে গেছে l

রাতপাখির কাছে রেখে গেছে --
                    ভোরাই গানের স্বরলিপি l



সারছেনা রোগ

কারও মনে মন দিইনা ,
চোখ রাখিনা কারও চোখে l
কণ্ঠে মেলাই কণ্ঠ আমি
দূরত্ব বাড়ে নিজের থেকে l

জল ও মাটি গায়ে মেখে
ইচ্ছে করে মানুষ হতে l
পা মিলিয়ে পায়ে পায়ে
মলম লাগাই নিজের ক্ষতে l

ক্ষত শুকায় উপর থেকে ,  
সারছেনা রোগ ভেতর থেকে l
পোকায় কাটে ফসল আমার
হাততালি দিই নিজের থেকে l

খেলছি আমি কানামাছি ,
ভেতর থেকে ভেতর থেকে l
কারও মনে মন দিইনা ,
দূরত্ব বাড়ে নিজের থেকে l

অসীম মালিক
পরিচিতি ::--হুগলি জেলার আরামবাগের এক প্রত্যন্ত গ্রাম শীতলপুর l এই গ্রামেই 14 ই জানুয়ারী , 1983 সালে এক দারিদ্র পরিবারে আমার জন্ম l জেদ এবং অধ্যবসায়ে ইংরেজিতে স্নাতক l বর্তমানে পেশায় একজন শিক্ষক l ছোটবেলা থেকেই লেখার প্রতি অসীম আগ্রহ ও হাতেখড়ি l আজ পর্যন্ত যা সচল l প্রথম কাব্যগ্রন্থ 'পেন্ডুলামটা দুলছে'l যা 2008 সালে প্রকাশ পায় l সৃজন , মানভুম সংবাদপত্র , আর্থিক লিপি , ঈশ্বরকণা , কলেজস্ট্রীট , সময় সংকেত , উদ্ভাস প্রভৃতি পত্র পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে l ভালোবাসি ছবি আঁকতে এবং ভ্রমণে যেতে l )

ঠিকানা --
অসীম মালিক , গ্রাম -শীতলপুর , পোস্ট -অরান্ডি , থানা -আরামবাগ , জেলা -হুগলি , পশ্চিমবঙ্গ , ভারত , পিন- 712413,মোবাইল -9593504996

*******

No comments:

Post a Comment