কবিতা : সাধারণ বিভাগ
সুপ্রভাত এসেছিল
এ পাড়ায় সবাই শুকতারাকে চেনে
কিন্তু সাঁঝতারা ভালবেসে
সবাই রাত্রিকে বরণ করে নিয়েছে l
সুপ্রভাত এসেছিল ,
রাতপাখির ডানায় ভর করে
আমাদের পাড়ায় l
তখনও কেউ ঘুম থেকে ওঠেনি l
দুর্বাঘাসের সঙ্গে কথা হয়েছে l
পাখির সঙ্গে কথা হয়েছে l
আকাশ , বাতাস , সাতসমুদ্র তেরো নদীর সাথে কথা হয়েছে l শুধু কথা হয়নি l পোড়ো ঘরটির সঙ্গে l
সুপ্রভাত প্রাচীর টোপকে আমাদের ঘরে ঢুকেছিল l
কেউ তাকে অভ্যর্থনা জানায়নি !
উঠোনে খানিক হাতপা ছড়িয়ে অপেক্ষা করার পর
সে একাই ফিরে গেছে l
রাতপাখির কাছে রেখে গেছে --
ভোরাই গানের স্বরলিপি l
এ পাড়ায় সবাই শুকতারাকে চেনে
কিন্তু সাঁঝতারা ভালবেসে
সবাই রাত্রিকে বরণ করে নিয়েছে l
সুপ্রভাত এসেছিল ,
রাতপাখির ডানায় ভর করে
আমাদের পাড়ায় l
তখনও কেউ ঘুম থেকে ওঠেনি l
দুর্বাঘাসের সঙ্গে কথা হয়েছে l
পাখির সঙ্গে কথা হয়েছে l
আকাশ , বাতাস , সাতসমুদ্র তেরো নদীর সাথে কথা হয়েছে l শুধু কথা হয়নি l পোড়ো ঘরটির সঙ্গে l
সুপ্রভাত প্রাচীর টোপকে আমাদের ঘরে ঢুকেছিল l
কেউ তাকে অভ্যর্থনা জানায়নি !
উঠোনে খানিক হাতপা ছড়িয়ে অপেক্ষা করার পর
সে একাই ফিরে গেছে l
রাতপাখির কাছে রেখে গেছে --
ভোরাই গানের স্বরলিপি l
সারছেনা রোগ
কারও মনে মন দিইনা ,
চোখ রাখিনা কারও চোখে l
কণ্ঠে মেলাই কণ্ঠ আমি
দূরত্ব বাড়ে নিজের থেকে l
জল ও মাটি গায়ে মেখে
ইচ্ছে করে মানুষ হতে l
পা মিলিয়ে পায়ে পায়ে
মলম লাগাই নিজের ক্ষতে l
ক্ষত শুকায় উপর থেকে ,
সারছেনা রোগ ভেতর থেকে l
পোকায় কাটে ফসল আমার
হাততালি দিই নিজের থেকে l
খেলছি আমি কানামাছি ,
ভেতর থেকে ভেতর থেকে l
কারও মনে মন দিইনা ,
দূরত্ব বাড়ে নিজের থেকে l
No comments:
Post a Comment