কবিতা : সাধারণ বিভাগ
ভয় !! অ এ অজগর আসছে তেরে,
ই এ ইঁদুর ছানা পাছে ধরে,
আমার আর জন্তুদের আর ভয় লাগে না বাবা,
তবে..?
ম এ মানুষ যখন যৌনতা খোঁজে।
কেন বাবা...!!
এ ক্ষিদে বুঝি বড়ই কাঙাল..!!
সহজপাঠে তো বেশ মুখ গুজে পৃথিবীটাকে দেখছিলাম,
তবে তা কেন অন্ধকারে ঠেলে দিলো আমায়..!!
তুমি মোমবাতি মিছিল করবে..! কাব্য লিখবে আমায় নিয়ে..!
আমায় নিয়ে চায়ের দোকানে বেশ জমাবে আড্ডাখানা..!
আহা..
সকালে উঠে ঘুম থেকে উঠে মুখরোচক খবর ফ্রণ্ট পেজে.." ছিঃ ছিঃ ছিঃ, অথবা লজ্জা.."।
আর কতদিন বাবা এভাবে...!!
আমার মেয়েবেলাতে পা রাখতেই ভেঙে দিলো আমায় বাবা ওরা,
এতো সহজে মেনে নেবে তোমরা...??
বুকের ভাঁজ দেখে চোখ ছানা বড়া ওদের,
আমি তো ফুলস্লিপ পড়েছিলাম বাবা,তবে...
ঈগল বুঝি অর্ন্তযামী..!
আচ্ছা বাবা..আমি এখন যুবতী, ভরা যৌবন ওদের ভিখিরি বানায়,
কিন্তু....ও তো সবে চার বছরের...
!!
ওর তো আঁতুড় গন্ধ কাটেনি গায়ে থেকে এখনো,
তাহলে..!!
এতোদিন তোমরা দিতে পোশাকি অজুহাত,আর এখন কিসের দেবে.. কিসের দেবে..?
আচ..ছা বাবা শিক্ষিকা পুরুষ না মেয়ে..!!
মানে..?
তবে উনি কেন সায় দিলেন পিশাচদের...!
আহা..কি ভালো বললেন উনি.." অভিনয় করছে.." কাকে কাকে দোষ দেবে বাবা..!
বুদ্ধিজীবী সমাজকর্মী নাকি বুদ্ধিজীবী সমস্যাকর্মী এরা..!!
মোমবাতি মিছিল চাই না আমি,
হোক কলরব চাই না আমি,
একটু সুরক্ষা চাই,একটু সম্মান চাই।
ভেবে দেখে উত্তর দিও আমাদের চাহিদা বেশি নই।
বিচার নয় শুধু,আমাদের চাই বাঁচার অধিকার।
সৌমেন দত্ত পলাশীপাড়া.থানা-তেহট্ট,জেলা-নদীয়া.পিন-৭৪১১৫৫ ফোন নং-৭৯০৮০০৭৫৩৭ ****** |
No comments:
Post a Comment