এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

মঞ্জু বন্দোপাধ্যায় রায়


কবিতা : সাধারণ বিভাগ


বিকল  প্রচারযন্ত্র

সব শখ করতে নেই ,সব শখ মেটে না
আমার ঢাক আমার কাঠি বাজতেই পারি
তাই বলে তুমি আশা করো না  আমার নাম দেবে ঢাকী ।

কোনো ঢাক ঢাক গুরু গুরু নেই
আমি স্পষ্ট কথা  যত বলি তার চেয়ে আজকাল বেশি শুনি ।
গুগুলে দেখে নেওয়া যেতেই পারে ভুল কি ঠিক ।

আমি যে অনেক অনেক বাঁচতে চাই
জীবনের এক কোণে করে নেব ঠাঁই

এই বাঁচাটা সেকশান হয়ে গেলে
পেতে হবে একটি উন্নত প্রচার যন্ত্রের মঞ্চ

যেখানে ঘোষণা হবে নেই কোনো তীক্ষ্ন মেধা
রোজ রোজ মনে করতে হবে কত সময় হয়েছে নষ্ঠ।
চাঁদের আলো আমায় যতই আনমনা করুক না কেন
মধ্যগগনের সূর্যটা আমার হুঁশ এনে দেয় ।

মস্তিকের জানা হলো না কত জন বোঝে আর কতজন চেনে
কারণ আমার প্রচার যন্ত্রটি যে বিকল

তবে  চুপিচুপি বলে রাখি
একটা ভোর প্রতিদিন আমায়
পাটরানী করে তোলে ...


আর্তনাদ

যে মেঘ বুকে অর্গান বেঁধে ভালোবাসার সুর ছুটিয়ে
আমার সাথে ভাব জমায়
সে জানে না  সব ধোঁয়ার  রং এক নয় ।
আমি যে মেঘে  ধোঁয়া দেখি
তুঁষের আগুনের ধোঁয়ার সাথে ঢের পার্থক্য ।

আমার নীরব চাউনিতে যে বরফ জমাট বাঁধে
সেই বরফের স্বাদ ভ্যানিলা ও স্ট্রবেরি কেও হার মানায় ।

সে যখন  অভিমানে টুপটাপ  করে ঝরে পরে আমার বাড়ির ছাদে
সেখানে ভিজে যায় আমার শাড়ি
আমি পা টিপে টিপে যখন  পৌঁছাই
তখন  এলিট ফিসফিসানি তে ভরে যায় কার্নিশ ।

আমার কাছে কোনো মেজারমেন্ট টেপ নেই
সেকারণ কোনো প্রতিভাবান কৌতূহল মেপে রাখতে পারি না
অথচ  মেপে মেপে পা  ফেলতে হয় যাতে হড়কে না যাই ।

দৈর্ঘ প্রস্থ  মেপে ভালোবাসা পায় না প্রেমের আখ্যান
অথচ শোনা যায়  একটা হৃষ্টপুষ্ট কবিতার কথা

তবে জমে থাকা আর্তনাদগুলো  অনায়াসে একটা মেঘ  সৃষ্টি করতেই পারে .....

মঞ্জু বন্দোপাধ্যায় রায়
জন্ম ,  টাকী   (উত্তর ২৪ পরগনা , পশ্চিমবঙ্গ )
বৰ্তমান  নিবাস  , গঙ্গানগর (মধ্যমগ্রাম)ছোটবেলা থেকে  লেখাপড়ার সাথে সাথে   গান , নাচ , ও লেখা ছিল  ভালোবাসা ।  মাঝে মাঝে লেখা , বিরত থেকে গেছে ।
তারপর বেশ কয়েকবছর শিক্ষকতার সাথে লেখা নিয়ে চর্চা চলে।  কবিতার জগৎ সম্পর্কে জানার আগ্রহ  জন্মায়  এবং কবিতার  জগতে আসা । প্রথম কাব্যগ্রন্থ  প্রকাশের পথে ।

*******

No comments:

Post a Comment