এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

স্মৃতি রায়


কবিতা : সাধারণ বিভাগ



==কুসুম পাতার ঠিকানা==

শহড়ের আস্তাবাল কাঁধে শিশু ঘোড়া
খুধার্ত সাপের চুমুক চাঁদের কদর্যে
বিযের পাহাড় পল্লীর হাতে হাত
সম্পূর্ণ ঠোঙা  তারপিল ছেঁড়ে
নতুন নির্জনতা , মাযা দাঁত বাঁধো
স্তরে স্তরে চিবুক বিন্দু উন্মাদ
সুবর্ন জল সেভাবেই পশমে রাখে পা
অবেলায় দুঃখ চুড়ি, আকার ভরছে তামাক
চুয়া গন্ধ অপরূপা ,বাসনা! কুসুম
পাতা কোথায় থাকে?


==সাবেক হৃদপিন্ড===

দেখে ফেললেই হৃদপিন্ড সাবেক ,পায়েস
মিলিয়ে দেবো তোমাকে সালোয়ারের হুকে
লাবন্যের জায়গা নেই ভুক্ত
সমস্ত রাস্তার চোখ পুঁতেছে শস্যদানায়
খুঁড়ো হাঁপিয়ে গেলে জয় শোক
থামবেনা গরম , পরিতৃপ্তির তিলোত্তমা
আওয়াজ দাও !

স্মৃতি রায়
উত্তর দিনাজপুর
 স্নাতোকত্তর,(বাংলা) বি.এড.

*******

No comments:

Post a Comment