এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

অরিন্দম ভাদুড়ী


বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)



ঢের ব্যস্ততার পর অলস দিন কাটুক |
নীরা,অথবা বনলতা বৃষ্টিভেজা কাপড় বদলে
পাশে বসে গল্প শোনাক
কেয়োকার্পিনের গন্ধ মাখা চুল খুলে !
সাথে থাক অল্প ফুলকো দেওয়া ডালমুট
কয়েক পেগ হুইস্কি...
নীরা/বনলতা রাঁধুক শুঁটকি
অথবা ইলিশ,কাঁচালঙ্কা চিরে ;
ঘুম ঘুম দুপুর,ঘাম ছোঁয়া বাহুমূল,
ঘোর ? নাকি ঝড়ের নিশান,নাভিতে ?
এক কাপ চা চাই,
ওর জিভের স্বাদ,স্বেদ ঠোঁটে লেগে |

কে ছিলে তুমি ! নীরা ? না বনলতা ?
বলো তো সাঁঝবাতি !



দ্য লাস্ট লিয়ঁর

আহহ্ ! বড়ো অন্ধকার চারপাশে,
কে আছিস ? সেজবাতিটা জ্বেলে দিয়ে যা |

এই ছাদ থেকে আগে দেখা যেত নদীর জোয়ার-ভাঁটা !
আজ শুধু শুকনো বালুর চর...
পড়ন্ত বিকেল থেকে বসে থাকি এই ছাদে
আরামকেদারায়,
চারিদিকে শ্মশানের স্তব্ধতা

লাল মদে পেয়ালা খালি হয়,
খালি হয়
খালি হয়...
আছড়ে ভেঙে ফেলি মদের বোতল !
ছত্রাকার কাঁচের ওপর দিয়ে হেঁটে যাই ছাদের শেষপ্রান্তে—
যদি একফোঁটা নদী দেখা যায় !

এই ! কে আছিস ?
সেজবাতিটা জ্বেলে দিয়ে যা !

রক্তছাপ পায়ে ছাদের ওপর দাঁড়িয়ে,আমি
একা অধীশ্বর

অরিন্দম ভাদুড়ী
১৯৮২ সালের ১১ই জানুয়ারি জন্ম,হাওড়ায় |
বর্তমানে হুগলি নিবাসী
 পেশা চাকুরি,
অবসরে দু-চার লাইন পথের পাঁচালী |
২০১৪ য় প্রথমবার আত্মপ্রকাশ অপদার্থের আদ্যক্ষর পত্রিকায় | তারপর নিয়মিতভাবে লেখালেখি বেদুইন,পদক্ষেপ,প্রমার পরশ,কফি হাউস,৯ নং সাহিত্য পাড়া লেন,সত্তা,যুগ সাগ্নিক,টার্মিনাস ও আরো কিছু পত্রিকায় ও বেশ কিছু ব্লগজিনে | প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ "না লিখতে পারা আমার বই",কাব্যসংকলন "নবারুষ","নবোদয়"
প্রকাশিতব্য উপন্যাস "কেয়ার অব ৫৫/২/১"



No comments:

Post a Comment