এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

মুনমুন ভৌমিক


বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)


বালিয়াড়ি

গান্ধারীর দু-চোখে গায়ে হলুদের গল্প,
সবুজ স্বপ্ন ছুঁয়ে থাকে বিষ কন্যা,
সীমান্ত রেখায় অক্ষর বুনে চলে কান্নার জোনাকি,
পাসে থাকে রাত্রিরা,গৌরিক বসনে
ফুসফুস ধমনী শিরা- শূন্য হাত,
বালিয়াড়ি কথা পোষাক পরিয়ে
আধো - মুখ, চারপাশে ঘুম ভাঙানির গান  
ডুব পরজীবী স্বপ্ন
স্নাত হয়ে ওঠে প্রেমিকার নিশব্দ পুরাতন
চোখে শুধুই আস্তরণ.....


মুনমুন ভৌমিক
জন্ম : দক্ষিন দিনাজপুর জেলায়,
বেড়ে ওঠা পড়াশোনা এই ভালোবাসার শহরে, এখন আমি আমার স্বপ্নের শহর জলপাইগুড়িতে, যেখানে নিজেকে খুঁজে পাই স্বপ্নের মধ্য স্বপ্ন কে, ভালোবাসি কবিতা লিখতে ভালোবাসি আবৃত্তি করতে, ভালোবাসি কবিতা কে...ভিজতে চাই কবিতায় কবিতায় আজীবন....


No comments:

Post a Comment