এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

তৈমুর খান


বিভাগ: কবিতা ( সাধারণ বিভাগ)




বিশ্বস্ততা
  
এমন বিশ্বস্ত হয়ে ওঠার মানে হয় ?
মিথ্যার দেশ আর মিথ্যুক সমস্ত চড়াই উৎরাই
সামান্য মানুষ হয়ে বিপ্লবের গান
কে শুনবে ?

চলো ঘুমিয়ে পড়ি
আঁধারের তুলোর বালিশে
মনে মনে মনোরম ডাকে
ধন্যবাদ লিখে দিই নিজেকে

পরপারে চলে যাচ্ছে দিন
এসময় ঘোড়াদের মূর্খ ভাবা ঠিক নয়
নৌকার দাঁড়ের শব্দে উড়ে যায় মাছরাঙা
এসময় কে তাকে ভয় কাতর ভাবে ?

লাল চোখ জবা হয়ে ফুটুক
আমরা সব বিশ্বস্ততা বিসর্জন দিই




বর্ষা আসেনি



বর্ষা আসেনি
আগুনও নেভেনি
নদীতীরে পিপাসা আমার
গান হারিয়ে বসে আছে


যারা ভাষা দেবে, শব্দ দেবে
সেই গাছও ফুল ফোটায়নি
ঝরা পাতা উড়ে গেছে বহুদূর
পাখিরাও খায়নি দানাপানি


নৌকার কান্না আর ভালোলাগে না
নিজের চোখেও জল নেই
হৃদয় সেঁকে নিচ্ছে কোনো অলীক আততায়ী
সব ময়ূরের নাচ মরে পড়ে আছে
ফুল্লরার সংসারে গ্রীষ্মের কাহিনি 

তৈমুর খান
নব্বই দশকের কবি ও গদ্যকার।

জন্ম ২৮ জানুয়ারি ১৯৬৭, বীরভূম জেলার রামপুরহাট সংলগ্ন পানিসাইল গ্রামে । বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা। বর্তমানে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহশিক্ষক পদে কর্মরত। প্রকাশিত কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল :  জ্বরের তাঁবুর নীচে বসন্তের ডাকঘর, একটা সাপ আর কুয়াশার সংলাপ, প্রত্নচরিত, বৃত্তের ভেতরে জল, জ্যোৎস্নায় সারারাত খেলে হিরণ্য মাছেরা, নির্বাচিত কবিতা ইত্যাদি ।পুরস্কার পেয়েছেন কবিরুল ইসলাম স্মৃতি পুরস্কার, দৌড় সাহিত্য সম্মান এবং অক্সিজেন সাহিত্য সম্মান ।ঠিকানা : রামরামপুর, শান্তিপাড়া, রামপুরহাট, বীরভূম জেলা, পিন কোড ৭৩১২২৪, পশ্চিমবঙ্গ ।ফোন নম্বর ৯৩৩২৯৯১২৫০


No comments:

Post a Comment