এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

ফিরোজ আখতার


বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)



একগুচ্ছ লিমেরিক

| ১ |

এক যে ছিল চালাক বক,
বাসতো ভালো শব্দ ছক,
গাছের ডালে চেপে
লিখতো কেঁপে কেঁপে -
বলতো তারে সবে, দারুণ আহাম্মক ৷

| ২ |

ইলিশ মাছের গরম তেল,
চিকেন কারী ডাহা ফেল,
জিভে সুড়ুৎ জল
ভীষণ টলোমল
তৃপ্তি পাবে বিষম অঢেল |

| ৩ |

কুনো ব্যাঙের মেজো জামাই,
ভীষণ রকম তোলে হাই -
তুড়ি মেরে বলে
নাকের টেপা কলে
জমা রয়েছে কুলফি মালাই |

| ৪ |

রতন খুঁড়োর ল্যাংড়া গরু,
পা টা যেন চ্যাপটা সরু,
আরেকটা পা
মুলোর মাথা
যেন ইঞ্চিদশেক বেজায় পুরু ৷




কবি পরিচিতি : ফিরোজ আখতার
                             পেশা - শিক্ষকতা
                           ঠিকানা - ১৮ই জায়গীর ঘাট রোড ,                                              ঠাকুরপুকুর, কলিকাতা - ৬৩
                            ফোন - ৮৯৭২০২৪৫৪৫

No comments:

Post a Comment