এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

সব‍্যসাচী হাজরা


বিভাগ : কবিতা (কবিতার ল‍্যাব)


বিবি

♦         ♣         ♥       ♠
বিবির খপ্পরে সব‍্যসাচী
নদী নাকি সব‍্যসাচীকেই
                     বলেছিল শুভদিন শুরু হয়ে গ‍্যাছে
অপরযুগের গৃহিণীরা রাজাদের চোখে দেখেছিল
রাজা এসো      টেক্কা দাও দাও            ভূগোলে
চারিদিকে ♥️ ঝুলে আছে
♣️ লাগানোর রহস‍্যে এই তোমাদের ট্রিথানা
নদী নাকি ♦️ ভালোবাসে
বিবির সামনে সব‍্যসাচী
                     বিবির মুখ ঢাকা আছে ♠️ পিছনে।



ব্রহ্ম


শ্রীহন্ত এলেন , 'কী' টিপে দেখালেন ব্রহ্মাও
আমি ছাতা মাথায় নিবিয়ে দিই ভারতীয় সুইচ ও টুকটাক গুলো
জ্বর হাঁটে, মাকড়সাও হাঁটতে হাঁটতে নদীর কাছে বসে
নদীর পোস্ট নদীর জন্য থাক, নদী ভাঙে নদীর সকাল
আজ গর্ভে খেলুক ওগো ওগো নাও
                       ভালো মেঘ করেছে নাও
তোমার আমার পাইকারি ঘুম ব্রহ্ম ছিঁড়ে।

সবার জন্য ফেরি করা হোক
                  WB রঞ্জিতের হাওয়া
                          লিখে লিখে দিক       সব‍্যসাচী…

সব‍্যসাচী হাজরা
শূন্য দশক, কুরুক্ষেত্র পত্রিকার সহ সম্পাদক,
প্রকাশিত কাব্যগ্রন্থ: তৃতীয় ফ্লাওয়ার শো, ওভানোর ওভেনে, পসিবিলিটি ও টিলিবিসিপ, উটবিকার, ৯ আঁকা ০,
আনুপাহাড়ের জলছবি( প্রথম দুটো বই-এর সংকলন)


No comments:

Post a Comment