বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)
অমিল
যখন বড্ড করে পাশে ঘেঁষি
মিলের চেয়ে অমিল বেশি
দূরের পথে এতো ব্যবধান
বাড়ালে হাত নিয়ে আরমান
নিয়ম এসে ডেকে ফেললে
ধরা পড়ে তাই ডানা মেললে
পাওয়ার পরে তোয়াজ শেষে
সমাধান সব মেলাতে বসে
চানঘরে তুমি ভিজে নিলে যেই
অসুখের ঘরে আর মন নেই..
বর্ণনা রায় জন্ম শহর ও শিক্ষা প্রাপ্তি কলকাতায় বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর গার্লস হাই স্কুলে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত। |
No comments:
Post a Comment