এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

পিয়ালী দাস


বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)


হঠাৎ বৃষ্টি

তপ্ত বিকেল ,রুদ্ধ দ্বার ,ঘর্মাত কলেবর।
এরই মাঝে উঁকি দিলে তুমি কৃষ্ণ দিগম্বর।।
মন যে ভরলো ,দহন জুড়ালো ,প্রকৃতি হলো শীতল।
মাতলো ভুবন ,ভিজলো শরীর মন হলো চঞ্চল।।
চললো তার শীলবারি ,চললো অবিরাম।
চললো তার ভেলকিবাজি নয়ন অভিরাম।।
লড়াই যেন চলছে ভীষণ আকাশের দুই তটে।
ঝলকানি দেখে মনে হয়ে যেনো আলপনা আঁকা কোন কলসীর পটে।।
প্রকৃতি আজ হয়েছে মাতাল শীতলের স্পর্শে।
ঐ মাতলামি যেন মন প্রাণ কে ভরেছে হরষে।।
কালের নিয়মে থামলো যুদ্ধ শান্ত হলো পরিবেশ।
সারা মন প্রাণ জুড়ে রইলো তার সরস রেশ।।


দুভিক্ষের কালোছায়া

পড়ন্ত বিকেল ,আবছা আলো ,ক্লান্ত পৃথিবী।
চারিদিক হাহাকার ,ক্রন্দন ,দুভিক্ষ ও অনাহারে র ছবি।।
ও কে শিশু করিছে ক্রন্দন কারো হাত ধরি।
শীর্ণ শরীর ,শুষ্ক বক্ষ ,মলিন বস্ত্র ও যে এক নারী।।
শিশু যে তার অধিকার বলে করছে দাপাদাপি।
চলছে যুদ্ধ দেওয়া নেওয়ার দেখছে সব পাপী।।
নিংড়ে নিচ্ছে শেষ নির্যাস সঙ্গে শোনিতধারা।
সে তো অবুঝ সবই চাই মেটাবে নেশার ঘড়া।।
মা তো তার জীর্ণ দেহে রয়েছে পড়ে মাটিতে।
দামাল শিশু মনের হরষে হাসছে মায়ের বুকেতে।।
এ কোন পৃথিবী যার লাগি মোরা চাহি জন্মাতে।
খাদ্য ,বস্ত্র দিতে অপারগ ধরাতে চাহি না মোরা জন্মাতে।।

পিয়ালী দাস 
পিতার নাম: শ্রী প্রবোধ কুমার দাস 
মাতার নাম: শ্রীমতি মলিনা দাস 
যমজ বোন 
বোনের নাম: চৈতালী দাস চক্রবর্তী
আদি নিবাস: পূর্ববঙ্গ বরিশাল জেলা 
অধুনা নিবাস: নেতাজী পার্ক , সেক্টর 2, বাটামোড়, মহেশতলা পোষ্ট অফিস ও পুলিশ স্টেশন,
দক্ষিণ 24 পরগনা , কোলকাতা 700141 
স্কুল: বিদ্যাভারতী গার্লস হাই স্কুল 
কলেজ: বিবেকানন্দ কলেজ বিশ্ববিদ্যালয়:
ক্যালকাটা ইউনিভার্সিটি(m.sc) 
West Bengal University Of Technology (mca) 
শিক্ষাগত যোগ্যতা: এম.এস্ সি ( ম্যাথ), 
বি.এড, 
এম.সি.এ
কর্ম পরিচিতি: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা








No comments:

Post a Comment