এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

নির্মলেন্দু কুন্ডু


বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)


চিরন্তনী

আনমনে যেতে যেতে
ধরে নিই হাতটাকে হাতে,
অবাধ্য আঙুল খোঁজে
চেনা কিছু আঙুলের খাঁজ৷
চুপিসারে কথা হয়,
চোখে চোখে চলে যাই দিকশূন্যপুরে৷
সম্বিত ফেরায় কোন
সং সাজা জীবনের গান৷
বয়ে চলি অনিমেষ,
অবিরত একঘেয়ে লয়ে,
তার মাঝে ওঠা-পড়া
হয়তো বা স্বাভাবিক
সনাতনী লয়ে...
অনাগত দিনগুলো শুধু জাল বোনে,
বেঁধে রাখে আমাদের চিরন্তনী কোন এক সুর...


নির্মলেন্দু কুন্ডু
সাকিন, বহরমপুর
পদক্ষেপ পত্রিকা, চুঁচুড়া'র কর্মী
কবিতা লিখি, কারণ কবিতা আমাকে দিয়ে লিখিয়ে নেয়


No comments:

Post a Comment