এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

অরবিন্দ বর্মন


বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)


ভায়োলিন ভেজা গ্রাম
           
                         
সে যে শুভরাত্রি বলবে
তার আগে ময়নাটি
জেগে থাকা কুমকুম আর হিংসেবলয়
ঘরের মধ্যে আততায়ী রোদ ঢুকে পড়ে
এখানে আজ বিক্ষিপ্ত মেঘের কলোনিজুড়ে
বৈকাল ভরা তরুমূল
নিঝুম পাখিটির পাশে
দোলে হীরণ্ময়,দোলে ধাতস্ত হবার দিন
হাওয়ায় যেসব ভিলেন ভাঁজ পড়ে আছে
এসব ভ্রাম্যমাণ  রোষ
কত যে নীচে টলমল থেকে উঠে আসে
এমন জব্বর রঙের জল
ঠিক সেই পুরনো ঠান্ডা লেগে যাওয়া গলি
ইনফ্যাক্ট গলিটির বিষন্ন চুয়ে পড়ছে
ঘরকরা হুঁকো আর মোমের গলনাংক যতটা সাংঘাতিক হতে পারে
এইসব আলবাত নড়ে ওঠা পারাপার
আর ফাঁকা বাড়ির অনন্ত ডেকে উঠছে
হাঁপরের মতো অদ্ভূত দৃষ্টি
অথচ
কি পরিপাটি এই ভায়োলিন ভেজা গ্রাম
    ............................................. 





No comments:

Post a Comment