বিভাগ : কবিতা (কবিতার ল্যাব)
।।চুনকাম চুনকাম।।
1
বরাবর এগুলি গল্প। বানানো চল্লিশ; কুঠিরে
পল্লীকবি আলোকপ্রাপ্তির গসপেলকে ছাড়িয়ে
ইতিহাস। আরেকটু শান্তিলাল। আরেকটু
লিপ্তপদ। একা আশ্বিন পাশের মেঘ ভিতরের
পাতায় নানাবিধ নিঃসঙ্গতা। নীলকমল ছকবন্দি
কালীকথা। এক দুই তিন চৌকো ঘরগুলি
আড়াআড়ি লম্বালম্বি-- ব্যবসা ভালো হবে,
আগামী রবিবার সুপাত্রে কন্যাদান। রাশিচক্রে
জুরাসিক পার্ক থ্রিডি
প্রেম চলবে। চলাফেরায় সতর্ক হবেন। স্ত্রীর শরীর
ঠিক থাকবে, স্ত্রীর সঙ্গে পরামর্শ করে কাজ করবেন
2
নেই নিঃশর্ত। মাল্যবানের ঘুম আধুনিক। হেমন্তে
এবং তিমির চাইলেই রানার ভর্তি ব্যাগ।
মহাকাল। মহাপ্রবন্ধক। ক্রমে নিভে আসে উৎকর্ণ
ঈশ্বর, চুন খসলেই নির্ঘাত একাঙ্ক। শতবর্ষে একা
খাওয়া চারিদিক মিথ্যা ডুবে যায়-- বন্ধু-বান্ধব-
আত্মীয়, আটপৌরে বাসিন্দা। দিনটা শুভ
সুকোদু এক্স এক্স এক্স,
বেকার যুবক যুবতীরা কিছু সুখবর আশা করতে
পারেন
3
পঞ্জিকামতে তরঙ্গ দৈর্ঘ্যের ছোটা ভীম মহাপ্রভু শ্রীচৈতন্য । সামাজিক আপনি
প্রজাপতি মেলে উড়ছেন। সম্পর্ক অথবা স্টার জলসা। বিশেষভাবে কুমকুম
ব্যাপারগুলো পুরোটাই মেন্টাল ক্রিম। পশম থামে না। কি করে বলব? প্রত্যেক ছকে
আলাদা আলাদা সমাধান রয়েছে.... যাদের শৈশবের তিনটি ধরণ-- খাপখোপ
ভিটে, লক্ষ্মী ঝাঁপি রিভিউ, চুনকাম খুলি। সমান্তরাল মাথাব্যাথা
কিছু একটা হিম লাগে। রবিবারোয়ারি বইয়ের পাতা থেকে পর্দায় দুরতম বিন্দু।
নিঃসঙ্গ উট পাখি তুলে কখনও না। অনুল্লিখিত ডানা, ভালোবাসা
বরাবর এগুলি গল্প। বানানো চল্লিশ; কুঠিরে
পল্লীকবি আলোকপ্রাপ্তির গসপেলকে ছাড়িয়ে
ইতিহাস। আরেকটু শান্তিলাল। আরেকটু
লিপ্তপদ। একা আশ্বিন পাশের মেঘ ভিতরের
পাতায় নানাবিধ নিঃসঙ্গতা। নীলকমল ছকবন্দি
কালীকথা। এক দুই তিন চৌকো ঘরগুলি
আড়াআড়ি লম্বালম্বি-- ব্যবসা ভালো হবে,
আগামী রবিবার সুপাত্রে কন্যাদান। রাশিচক্রে
জুরাসিক পার্ক থ্রিডি
প্রেম চলবে। চলাফেরায় সতর্ক হবেন। স্ত্রীর শরীর
ঠিক থাকবে, স্ত্রীর সঙ্গে পরামর্শ করে কাজ করবেন
2
নেই নিঃশর্ত। মাল্যবানের ঘুম আধুনিক। হেমন্তে
এবং তিমির চাইলেই রানার ভর্তি ব্যাগ।
মহাকাল। মহাপ্রবন্ধক। ক্রমে নিভে আসে উৎকর্ণ
ঈশ্বর, চুন খসলেই নির্ঘাত একাঙ্ক। শতবর্ষে একা
খাওয়া চারিদিক মিথ্যা ডুবে যায়-- বন্ধু-বান্ধব-
আত্মীয়, আটপৌরে বাসিন্দা। দিনটা শুভ
সুকোদু এক্স এক্স এক্স,
বেকার যুবক যুবতীরা কিছু সুখবর আশা করতে
পারেন
3
পঞ্জিকামতে তরঙ্গ দৈর্ঘ্যের ছোটা ভীম মহাপ্রভু শ্রীচৈতন্য । সামাজিক আপনি
প্রজাপতি মেলে উড়ছেন। সম্পর্ক অথবা স্টার জলসা। বিশেষভাবে কুমকুম
ব্যাপারগুলো পুরোটাই মেন্টাল ক্রিম। পশম থামে না। কি করে বলব? প্রত্যেক ছকে
আলাদা আলাদা সমাধান রয়েছে.... যাদের শৈশবের তিনটি ধরণ-- খাপখোপ
ভিটে, লক্ষ্মী ঝাঁপি রিভিউ, চুনকাম খুলি। সমান্তরাল মাথাব্যাথা
কিছু একটা হিম লাগে। রবিবারোয়ারি বইয়ের পাতা থেকে পর্দায় দুরতম বিন্দু।
নিঃসঙ্গ উট পাখি তুলে কখনও না। অনুল্লিখিত ডানা, ভালোবাসা
No comments:
Post a Comment