বিভাগ : কবিতা (কবিতার ল্যাব)
সার্চিং
গড়িয়ে পড়া বরফ ভাঙছে
প ভা
ড় ঙ
তে তে
ই
জল
কা উ
ট ড়
তে তে
সাঁতার নোনামাটি
উ উ
ঠে ঠে
এ এ
ল
সমুদ্র
সার্চ লাইটে
জাহাজের মাস্তুল
ডুব থেকে উঠে আসা চাঁদ
ক্যাটায়ন ভেঙে রক্তেও মিশে থাকে তিন ভাগ জল
বিভাগ : গল্প (অণুগল্প)
মেনকা শুধুই নামমাত্র
কেমন যেন গরমকাল ভাব । অথচ দেয়ালে দেয়ালে বৃষ্টির দাগ , দাগের নাভি জন্মের ভিতর কিছু শ্যাওলার ঝোপ জন্ম নিচ্ছে । বিয়ে বিয়ে করে কানু মালী কত বাঁশি বাজালে ।
" ও বনমালী গো পরজনমে হোয়ও রাধা ।" এযাবৎ কাল শ্রাবণের দিন বলেই এই গান মেনকার ভীষণ প্রিয় হয়ে ওঠে । ওর গায়ে রোমে রোমে কদমফুটে । কদমের গন্ধ নিয়ে ঋতু দাগ লুকোতে চায় । শুধু থেকে থেকে দরজায় এসে দাঁড়ায় । " মত্ত দাদুরী " ডেকে চলে রাতভর । সকালে জল এসে মেনকার পায়ে লাগে । মেনকা নদীর ইন্দ্রিয় হয়ে ওঠার চেষ্টা করে ।
কি ভাবছ মেয়েটির নাম মেনকা কেন ? মেনকা শুধুই নামমাত্র ।
কেমন যেন গরমকাল ভাব । অথচ দেয়ালে দেয়ালে বৃষ্টির দাগ , দাগের নাভি জন্মের ভিতর কিছু শ্যাওলার ঝোপ জন্ম নিচ্ছে । বিয়ে বিয়ে করে কানু মালী কত বাঁশি বাজালে ।
" ও বনমালী গো পরজনমে হোয়ও রাধা ।" এযাবৎ কাল শ্রাবণের দিন বলেই এই গান মেনকার ভীষণ প্রিয় হয়ে ওঠে । ওর গায়ে রোমে রোমে কদমফুটে । কদমের গন্ধ নিয়ে ঋতু দাগ লুকোতে চায় । শুধু থেকে থেকে দরজায় এসে দাঁড়ায় । " মত্ত দাদুরী " ডেকে চলে রাতভর । সকালে জল এসে মেনকার পায়ে লাগে । মেনকা নদীর ইন্দ্রিয় হয়ে ওঠার চেষ্টা করে ।
কি ভাবছ মেয়েটির নাম মেনকা কেন ? মেনকা শুধুই নামমাত্র ।
No comments:
Post a Comment