বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)
নৈশনৌকার হলুদায়ন ০
আলুকাবলির দেশ থেকে আজকাল কেউ কেউ ফেসবুকে দীর্ঘশ্বাস পোস্ট করে আবার আলোকিত মহাদেশের নষ্ট-নাভিতে দাঁড়িয়ে কেউ কেউ উৎসবের এঁটো-পাতাকেই ভেবে নেয় শুদ্ধসত্ত্ব মানুষের দীপ্ত ৯জয়ধ্বজা আমার ভোঁতা রক্ত খোঁজে স্টিমারঘাটের কেঁপে ওঠা ঘোলাজলের সিলেবাস নিয়ে ভাবতে ভাবতে আরে আরে ওই মেয়েটিই কি স্বাতীলেখা ওই ছেলেটি কি ত্রিকোণ প্রেমের দ্বন্দ্বে কোনোদিন আমাকেই হত্যা করেছিল মৌ-পলাশের ছায়া ঢাকা এই বন্দিশালা থেকে আমি তো কোনোদিনই পালানোর চেষ্টা করিনি নৈশনৌকার হলুদায়ন থেকে উঠে আসা দৈববাণীর বডি-ল্যাংগুয়েজে অচল পয়সার কোনো আপডেট নেই এখন দেখি অহিরণ্য-নদীর প্রবেশপথে ফাগুনের ফুলগুলি পড়ে আছে
মুরারি সিংহ কবি ও গদ্যকার |
No comments:
Post a Comment