বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)
রবিবার
এক বাড়ি ঘর সফলতা
প্রেমের মিনার
জড়িয়ে ধরে গুল্ম লতা
খাদের কিনার
মনখারাপি নীলচে আলো
রাত্রি বিলাস
কেমন আছে ? মন্দ ভালো
খবর কি পাস ?
একতলা দোতলা বাড়ি ঘর
বেশ সাবেকি
নির্জনে মন জুরে জ্বর
দেশ পাবে কি ?
বিদেশে প্রেম বিলাসি
একলা শরীর
আজও কাঁটা ঘুরেই আসি
সাবেক ঘড়ির
কি নামে জড়ায় গলা
গলার স্বরে ?
রাস্তাই থামায় চলা
এ ধুম জ্বরে
আসলে কেউ কাছে না
সবাই দূরে
রবিবারও ঘুম আসে না
এই দুপুরে
প্রেমের মিনার
জড়িয়ে ধরে গুল্ম লতা
খাদের কিনার
মনখারাপি নীলচে আলো
রাত্রি বিলাস
কেমন আছে ? মন্দ ভালো
খবর কি পাস ?
একতলা দোতলা বাড়ি ঘর
বেশ সাবেকি
নির্জনে মন জুরে জ্বর
দেশ পাবে কি ?
বিদেশে প্রেম বিলাসি
একলা শরীর
আজও কাঁটা ঘুরেই আসি
সাবেক ঘড়ির
কি নামে জড়ায় গলা
গলার স্বরে ?
রাস্তাই থামায় চলা
এ ধুম জ্বরে
আসলে কেউ কাছে না
সবাই দূরে
রবিবারও ঘুম আসে না
এই দুপুরে
সৌমেন ঘোষ
মূলত পশ্চিমবঙ্গের ছেলে
বর্তমানে চেন্নাইয়ে কর্মরত
বহুজাতিক কোম্পানির ম্যানেজমেন্ট কর্মী
বয়স ত্রিশ বছর
বাংলার বাইরে থেকে বাংলার জন্য মনকেমন
তাই , অবসর সময়ে একটু কবিতা লেখা ব্যাস
এ টুকুই ...
No comments:
Post a Comment