এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

মায়িশা তাসনিম ইসলাম


বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)


সতী

তোমার শরীরে বৃষ্টির স্লোগান দেখে উত্তপ্ত হয়ে উঠি
সামুদ্রিক কামনারা ভাসিয়ে নিয়ে যেতে চায় রাতের সৈকতে হেটে বেড়ানো সতীত্ব।
অলক-দুর্বাঘাসে হাত বুলাতে যেও না, যৌবনের শিশির স্পর্শে আসবে,
অরন্য হয়ে উঠবো, জরায়ুকে সবাই পাপী দেবদারু বলে অভিশাপ দিবে।

তৃষ্ণার্ত চাহিদাগুলোর স্তূপ পড়ে থাকে লণ্ডভণ্ড
লোকলজ্জার কেরোসিন ঢেলে ওগুলো পোড়াতে চেয়েছি বারবার।
যখনি পোড়াতে যাই, অনুভব করি দেহে রক্তের বদলে বয়ে যাচ্ছে বয়সের শাশ্বত ক্রন্দন...
উদ্ধত হয়ে ওঠা যুবতী দেহ তখন লুটিয়ে পড়ে ক্রোধের বুকে।

আমি বীর্যপাতের বদলে দেখি শুধু রক্তস্রাব মাসিকের
আমি সঙ্গমহীন থেকে শুনে যাই হাজারো প্রশ্নের শীৎকার।
বৃষ্টির স্লোগান নিয়ে আসা তোমার শরীর থাকবে আচড়হীন
আতঙ্কের মেঝেতে শুয়ে নৈঃসঙ্গের কামে মাতি অনিবার।

মায়িশা তাসনিম ইসলাম
ছাত্রী
কবির জন্ম ঢাকা,বাংলাদেশ। বর্তমানে শ্যামলী তে বসবাস করেন পরিবারসহ।জন্ম ১১ই আগস্ট,১৯৯৩ইং। এস.এস.সি (কমার্স) ২০১০ সালে মোহাম্মদপুর প্রিপারেটরী হাইয়ার সেকেন্ডারী স্কুল এন্ড কলেজ (গার্লস সেকশন) থেকে পাশ করেন।এইচ.এস.সি ২০১২ সালে ঢাকা সিটি কলেজ থেকে। বর্তমানে এসিসিএ (প্রোফেশনাল একাউন্টেন্সি) স্টুডেন্ট। অনেকের মতো স্কুলজীবন থেকে তাঁর লেখালেখি শুরু হয়নি। তাঁর কাব্যসত্ত্বা অনেক দেরিতে আবিষ্কৃত হয়।তাঁর যতদূর মনে পড়ে,এইচ.এস.সি পাশ করারও অনেক পরে তিনি প্রথম একটি কবিতা লিখতে পারেন। তারপর কিছুদিন লেখালেখি করে আবার ছেড়ে দেন। টানা ৩ বছর লিখতে পারেননি।২০১৬ এর শেষদিকে আবার লেখা শুরু করেন এবং এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন



No comments:

Post a Comment