বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)
সতী
তোমার শরীরে বৃষ্টির স্লোগান দেখে উত্তপ্ত হয়ে উঠি
সামুদ্রিক কামনারা ভাসিয়ে নিয়ে যেতে চায় রাতের সৈকতে হেটে বেড়ানো সতীত্ব।
অলক-দুর্বাঘাসে হাত বুলাতে যেও না, যৌবনের শিশির স্পর্শে আসবে,
অরন্য হয়ে উঠবো, জরায়ুকে সবাই পাপী দেবদারু বলে অভিশাপ দিবে।
তৃষ্ণার্ত চাহিদাগুলোর স্তূপ পড়ে থাকে লণ্ডভণ্ড
লোকলজ্জার কেরোসিন ঢেলে ওগুলো পোড়াতে চেয়েছি বারবার।
যখনি পোড়াতে যাই, অনুভব করি দেহে রক্তের বদলে বয়ে যাচ্ছে বয়সের শাশ্বত ক্রন্দন...
উদ্ধত হয়ে ওঠা যুবতী দেহ তখন লুটিয়ে পড়ে ক্রোধের বুকে।
আমি বীর্যপাতের বদলে দেখি শুধু রক্তস্রাব মাসিকের
আমি সঙ্গমহীন থেকে শুনে যাই হাজারো প্রশ্নের শীৎকার।
বৃষ্টির স্লোগান নিয়ে আসা তোমার শরীর থাকবে আচড়হীন
আতঙ্কের মেঝেতে শুয়ে নৈঃসঙ্গের কামে মাতি অনিবার।
No comments:
Post a Comment