এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

দেবাশিস মুখোপাধ্যায়


বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)



ছোট ছোট দেখা

১.

ভোরের পুকুরজলে
চোখ ধরলো
একটি কাঠামো

২.
আকাশের নীল রঙে
ভাসছে
রক্তরঙা তুলা

৩.
আগুন খেতে খেতে দাঁত
জিভ বিস্বাদ
শেষেও দিচ্ছ !

৪.
পাহাড়ের কষ্টে
একটা ঝর্ণা
জল গড়িয়ে দিচ্ছে

৫.
গাছের রেপ্লিকা
টেবিলে
পরিবেশ বানাচ্ছে

৬.
দরজার মাথায়
বুদ্ধের হাসি
আমাদের উচ্চগ্রাম

৭.
বন্ধ চোখের ঘরে
কারা ঘোরে
কুয়াশা

৮.
পাখি মেঘ হলে
ডানা
কাটা পড়ে যায়

৯.
আয়নায় রাগ
মুখ দেখায়
হাসি বাজে

১০.
নরম মাটিতে
মা গন্ধ
সূর্য জানে

১১.
হেমন্তের বিকেলের গায়ে
জামা নেই
শীত ঢুকে পড়ে

১২
দশহাতে সামলাচ্ছো
তারপর
সহ্য করছ আদর

১৩.
রবিবার
নীরব নয়
নীর অবাধ

১৪.

পথটি হারিয়ে গেছে
বোঝাতে পারি না
পিঁপড়েদের

১৫.
রাগের আগে অনু
চোখের অসুখ
ধরা পড়ে যায়

১৬.
কুমারী মেয়েটির
লিঙ্গ পূজা
ঈর্ষা চাগায়

১৭.

কুসুম দুপুর
হঠাৎ
সৌদামিনী

১৮.

রোবটের পাশে বসে
শরীর ছুঁই
দেহ যন্ত্র হয়ে ওঠে

১৯.

মরা ঘাসে
বিকেলের রোদ
একটি ধূসর বিড়াল

২০.

বেঁচে আছি
না থাকলেও হতো
এটা বেশ জানি


দেবাশিস মুখোপাধ্যায়

কবি দেবাশিস মুখোপাধ্যায় এর জন্ম কুলটিতে এবং বর্তমান তিনি হাওড়ার 

বাগনানে বাস করেন ।

তার কবি জীবন 

শিশুকাল থেকে । 

কলকাতার ইন্দ্রাণী পত্রিকায় যখন কবিতা প্রকাশ হয় তখন কবি দশম শ্রেণি 1983. এরপর প্রথম কবিতার বই

1997ক" কবিতার একখন্ড মুখ" । এরপর 

কর্মসূত্রে বাগনানে এবং দ্বিতীয় কবিতার বই "আজকাল পরশুর গল্প ",

এরপর এখন বাংলা কবিতার কাগজ 

প্রকাশ করে " শূন্য কিন্তু শূন্য নয় " ,

পত্রলেখা থেকে " ভূমিকা প্রেমের কবিতার " , কবিতা ক্যাম্পাস থেকে 

" বিষন্ন রেখার পারে " এবং সুতরাং থেকে " ভেনাস বিউটি পার্লার " এবং 

নতুন পাতার গন্ধ " ।

কবি কবিতায় 

বাঁচতে চান


                           



No comments:

Post a Comment