এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

প্রতিমা রায়



বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)


ক্ষুধা

তুমি চাইলে সব কিছু দিতে  পারি
আকাশের  সুখ
প্রদীপের  জ্যোৎস্না
টেউয়ে  মাখা  স্বাচ্ছন্দ্য ।

তুমি চাইলে সব কিছু দিতে পারি
উপত্যকার সৌন্দর্য
মাটির ঘরের শান্তি
এমনকি ভিটের মাটি ।

তুমি চাইলে সব কিছু দিতে পারি
আমার মসৃণ ঘুম
আমার প্রথম ঈশ্বর
আমার  আ—শৈশব ।

তবু ঘিরে ধরে সুষুম্না রস জঠর আগুন
টানেল ছাদে দাঁড়িয়ে দেখি পোড়া রুটি ,
বাসি সকাল পা ছড়িয়ে একমুঠো ভাত ।

তোমার জন্য সব শিখে গেছি
গাছের ছায়া
মনুমেন্ট আর
স্টেশন ঘুম ।

তোমার জন্য সব শিখে গেছি
মাথার ঘাম
পিঠের ওজন
হাতের খেলা ।

তোমার জন্য সব শিখে গেছি
ভোরের শব্দ
ঝড়ো মশাল
শশ্মান শিব ।

তবু শূন্য চূড়ার কথামালা,
উড়ন্ত চুল ভিখারী নয়
এই নগ্ন দেহে জলতরঙ্গ ,
মুকুটবিহীন ফুটপাতেতে ।
হে আদিম ক্ষুধা, ক্ষমা করো, ক্ষমা করো আমায় তুমি ।।


প্রতিমা রায়
শ‍্যামনগর, উঃ চব্বিশ পরগনা

No comments:

Post a Comment