এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

সায়ন্তনী হোড়


বিভাগ : কবিতা  (সাধারণ বিভাগ)



বিষণ্ণতা
   
    ভিজে যাওয়া জীর্ণ পাতায়
 আজ ব্যস্ততার গন্ধ ..
বিষণ্ণতার ভারে নত
একগুচ্ছ গোলাপ স্তবক

ডায়েরির পাতায় শোনা যায়
বিরহী শালিকের কলতান ..
জ্যামিতির বাক্সে থেকে যায়
ভুল অঙ্কের উপপাদ্য /
মেঘেদের তীরে বিদ্ধ হয়
পৃথিবীর বুকে থাকা গুল্ম গাছেরা
       পড়ে থাকা একাকীত্বের গভীরতায়
 জড়িয়ে পড়ে।    মৃত ভাবনারা ... ।।


সায়ন্তনী হোড়
সংস্কৃত নিয়ে স্নাতক
বর্তমানে বি.এড দ্বিতীয় বর্ষে পাঠরতা
মন খারাপের জীবাণু দূর করতে ই কবিতা লেখা
ভালো থাকতে কবিতা ই সম্বল .।।


No comments:

Post a Comment