এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

বিজয়


বিষয় : কবিতা (সাধারণ বিভাগ)


যোজন বিস্তৃত যুগে নীরবতা আছে


এখন আমি কোলাহলের যৌগিক রাজপ্রাসাদে ।
ন্যাড়া রাত্রির চিত্কারে চিত্ ঘুম আসে না
দিবসের মেরুদন্ডে কোলাহল ঝুলে থাকে ।
সে তো থাকেই পৃথিবীর জন্মের গরম পিণ্ডের কোলাহলে ...
আমি ক্রমশ তরল হয়ে আসি
গলে যাবার আগেই আমাকে ফিসফিস করে নীরবতা কে ডেকে নিতে হবে ।
নীরবতার সরু প্রেমের সুপ নিতে হবে ।
কিন্তু যোজন বিস্তৃত যুগে নীরবতা আছে ।


সাহিত্য খুঁজতে যাবো

জ্যোত্স্নার আবাসনে আজ বাড়ি করলাম
জ্যান্ত আসবাব পত্র আসেনি কিরণ থেকে
সূর্যের সারথি তে এই এলো বলে ....
ঈশ্বর তোমার অরণ্যের ল্যাম্ব পোস্টের
নীচে বাগান খুলে দা ও ...
সেখানে আমার উজ্জ্বল ক্ষুদার
সাহিত্য খুঁজতে যাবো  

সাহিত্য গাছের যোনি থেকে দীর্ঘশ্বাস
নিয়ে ডাল বেরিয়ে আসে -------
আর শিকড় মহার্ঘ্য তীক্ষ্ণ ক্ষুধা নিয়ে
নীচডুব দেয় .....


বিজয়
পশ্চিম মেদিনীপুর 
9547780358



No comments:

Post a Comment