এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

অভিশ্রুতি রায়


বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)


ঐহিক

১.
আঙুল মেপে ইচ্ছের জ্বর অাসতো রোজ
প্রতিদিন অসুখে ভিজে থাকবো বলেই...
এমন করে শুধু আমার হয়ে উঠতে
মাটিটা আজও ছুঁয়ে থাকে
কাজল যখন সন্ধ্যা নামাতে ব্যস্ত

২.
আজও ভিড় করি চাদরে...
উঠে আসে রোমের শিকড়
বাড়ন্ত জলের স্রোত দেখতে পাই পাহাড়িয়া ফুলঘর জুড়ে
কাদামাটির খেলা করছে শব্দ
বনফুল রঙ উড়িয়ে দিয়েছে ঘুমের পশ্চিমা বরাবর

৩.
কিভাবে লিখবো ঘুম...
কিভাবে আঁকবো জ্বর...
এমন করেই বেশ কিছু জোৎস্নার শারীরিক পতন
অ্যাবস্ট্রাক্টস ফেলে পেন্সিল খুঁজে এনে
এবারে কিছুটা নির্মম হতে চাইছি…



বিভাগ : চিত্র (অঙ্কন ও ফটোগ্রাফি)





*******

অভিশ্রুতি রায়
জন্ম ২০ অক্টোবর ১৯৯৬, জলপাইগুড়ি শহরে। শৈশব কেটেছে সেখানেই। বর্তমানে প্রাণীবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। লেখালেখির পাশাপাশি ছবি আঁকার ক্ষেত্রেও সমান আগ্রহী।



No comments:

Post a Comment