বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)
তাও বেঁচে আছি
আমার বাঁচার কথা ছিল না
ছোট্ট একটা কবিতা,বাঁচিয়ে দিল
রক্তপ্রপাতের ছিঁটে যখন গায়ে লেগেছিল,তখন ঝাঁপ দিয়েছি খরস্রোতে!
কে জানতো,একটা শুকনো কাঠের গুঁড়ি কবিতা হয়ে যাবে?
ভাসতে ভাসতে এ পাহাড় সে পাহাড় চরকির মত ঘুরে,পড়লাম সমতলে।
সাথে কবিতা এল বালি চড়ে...
রোদে গা ভিজিয়ে নোনা জলে নামল,
ডুবল গলা,কিন্তু মাথা নয়।
আসলে আমার বাঁচার কথাই ছিল না,
ছোট্ট একটা কবিতা বাঁচিয়ে দিল...
ভেসে এল ঢেউএর সাথে, যেন শব্দে ভরা ডিঙি!
ছুটে পালিয়ে এলাম একলা ঘরে
বন্ধ দরজার পেছনে মৃত্যুকে ভালোবাসছি,
দমকা হাওয়ায় কাঁচের জানলা খুলে উড়ে এল একটা ধূলোমাখা খোলা চিঠি,
তাতে তুমি লিখছো,"আমি আসছি"।
আমার বাঁচার কথা ছিল না,তাও.....বেঁচে আছি।
আমি নারী
হাজার বছর ধরে ধরিত্রীর উপমা মেখে ধারণ করেছি সভ্যতা,
আমার নগ্নতায় বয়ে যায় আগুনের নদী।
সূর্যের নরম রোদ শুকনো করে কোমল গাত্র।
আঙুলের শিরা উপশিরায় টান টান উত্তেজনায় আমি জন্ম দিয়েছি পুরুষ,---- তোমায়।
আমি নারী।
সাদাটে ধূলো মাখা হলুদ ঘাসের মত মাথা নুইয়ে থাকা, সেই নারী।
গলায় পরেছি দামী নেকলেসের শিকল।
দুহাতে গোছা গোছা নারকোলফুল নক্সার চূড় যেন আষ্টেপৃষ্ঠে ঘাটে বাঁধা কোনো নিরীহ লাজবন্তী গর্ধব!
অপেক্ষার রান্নাঘর দীর্ঘশ্বাসে ফোঁসে,
মোচার ঘন্ট কিংবা রাজশাহী চিকেন রাজনৈতিক ফন্দী আঁটে চারদেওয়ালের হেঁসেলের তাকে।
এলার্ম ঘড়ির মত ছোটে তড়িঘড়ি, সেই নারী।
কিছুটা মিথ্যে অহংকারে নিজেকে শ্রেষ্ঠ ভেবেছ পুরুষ,
তুমি জানো না, সে তোমার অজ্ঞতা!
নারীকে দুর্বল ভেবে শোষন করেছ, আর,
প্রশয়ে মহীরুহ গড়েছ আত্মগরিমার।
সেই নারী যার গর্ভে রোপিত হয়েছিল পৃথিবীর বীজ,
তার মুখটিপে প্রতিরোধ করেছো আগুন।
অহংকারী গ্রাসে গিলে খেয়েছে এক একটা নারী শরীর।
অসূর্যস্পশ্যা শৈবালের মত সেই নারীর স্যাঁতস্যাঁতে অকথিত ইতিহাস, উচ্চারিত হয়নি কখনও সোচ্চারে।
নিষ্পেষিত হয়েছে রান্নাঘরের শিলে বাটা মশলার ঘ্রাণে,
দুহাতে গোবর মাখানো,নিকানো উঠোনে।
সমস্ত সখ আহ্লাদ শোক তাপ ভুলে,
চুপিসারে খেটে যাওয়া নিষ্প্রাণ নারীর মন,ভুলেছিল এতকাল তার মর্যাদাবোধ।
সীতার পাতালপ্রবেশ কিংবা দ্রৌপদীর নিস্ফল বস্ত্রহরণ,
আত্মগরিমার ভুলে যাওয়া ইতিহাস শোনায় চিরকালীন এক অবিস্মরণীয় অধ্যায়।
আমি কবিতা লিখিনি আজও নারীর অসহায়তায়।
হাহাকার করিনি দুর্বলতায়।
চাইনি কোনো অমরত্ব নিজের আগ্নিকথকতায়।প্রতিবাদ চেয়েছি শুধু।
বুক ফোলানো পুরুষ দম্ভের আস্ফালনে হাঁসফাঁস নারীর হারানো গরিমার উদ্ধার চেয়েছি।
আমি দাম্ভিক।হ্যাঁ হ্যাঁ আমি দাম্ভিক।
কারণ আমি নারী।।
No comments:
Post a Comment