বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)
♣♣♣ প্রতীক্ষা ♣♣♣
তোমার ব্যস্ততা-বঞ্চিত বিরতি গুলো
ব্যস্ত হওয়ার ভাবনায় ব্যস্ত,
আমার গুমরে ওঠা বাস্পবুক,
ছুঁতে চায় সেই বিরতি টুকু ।
নিঃসীম নিঃসঙ্গতার প্রতিধ্বনি
আজ ধমনীতে --------,
আমার সকাল সূর্য,
নিশীথ রাতের বৃষ্টির ফোটা------
আমার পুরো আহ্নিকগতি ----
তার সবটাই তোমার নামে ।
প্রতীক্ষা -------?
সেতো অলস সময়ের উপহাস,
আমার অপেক্ষারা অপেক্ষমান সবার শেষে --
নিশীথ সূর্যের প্রতীক্ষায় ------ ।।
তোমার ব্যস্ততা-বঞ্চিত বিরতি গুলো
ব্যস্ত হওয়ার ভাবনায় ব্যস্ত,
আমার গুমরে ওঠা বাস্পবুক,
ছুঁতে চায় সেই বিরতি টুকু ।
নিঃসীম নিঃসঙ্গতার প্রতিধ্বনি
আজ ধমনীতে --------,
আমার সকাল সূর্য,
নিশীথ রাতের বৃষ্টির ফোটা------
আমার পুরো আহ্নিকগতি ----
তার সবটাই তোমার নামে ।
প্রতীক্ষা -------?
সেতো অলস সময়ের উপহাস,
আমার অপেক্ষারা অপেক্ষমান সবার শেষে --
নিশীথ সূর্যের প্রতীক্ষায় ------ ।।
চন্দ্রাবলী ব্যানার্জী ১৬২, মহেন্দ্র ব্যানার্জী রোড, কলকাতা-৭০০০৬০, বেহালা |
No comments:
Post a Comment