বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)
রাস্তা
১(এক)
একটা রাস্তা
বৃষ্টি ভিজছে চুপচাপ
ডান দিকে বাঁক
তারপর বাঁদিকে
তারপর হয়ত সোজা
অন্তহীন ক্যাথারসিসের ফাঁকে
জুতোর তলায় এঁটে থাকে
আধ খাওয়া চুইংগাম
আর মন জুড়ে
চুইংগাম এফেক্ট
২(দুই)
ল্যাম্পপোষ্ট জুড়ে
লিঙ্গবর্ধক আর জাপানী তেল
গাছে গাছে প্রেমের যৌগিক সমীকরণ
মাঝখান বেয়ে চলেছে রাস্তা
আনট্যাগড ইমোশনের গায়ে
যেন
ম্যারিনেটেড স্বপ্নদোষ
৩(তিন)
ট্রেডমিলে হেঁটে চলেছে সময়
ন্যাপকিন সভ্যতা রক্তাত্ব হচ্ছে রোজ
তার ই ফাঁকে
নামহীন রাস্তায়
আমাদের রোজ দেখা হোক
বাসব মন্ডল
কলকাতা-৩৯,
কলকাতা-৩৯,
৯৪৩২৯৫৭৬৪৭
পেশায় শিক্ষক
পেশায় শিক্ষক
বিষয়: ইংরাজি
ভালোবেসে একটু আধটু লেখালিখি করি।
No comments:
Post a Comment