বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)
হৈমন্তী
সকাল থেকে হেমন্ত পেয়েছে
বাহুলগ্নার স্যাঁতস্যাঁতে অবস্থান
চাদর জড়িয়ে হাতছানি আকাশবাণীর বিঞ্জাপণ
সাদা আড়ালে ছোপ ছোপ ঋতূকালীন গান
ধানগাছের বাগানে দোপাটি দাঁড়িয়ে
এলিয়ে সন্ধ্যা খোপাটি বেঁধেছে নেশা লাগা ঘ্রাণ
উন্মুখ পুর্ণিমায় গোপন আলো মাখামাখি
রস চেটে গা'য় জড়িয়ে গ্যাছে সবুজ মাছি
হালকা হলুদ রোদ সেলোফিন
ওড়না হ'য়ে লুকিয়ে রাখে
সব ন্যাচারাল্ ইচ্ছাকে
বাহুলগ্নার স্যাঁতস্যাঁতে অবস্থান
চাদর জড়িয়ে হাতছানি আকাশবাণীর বিঞ্জাপণ
সাদা আড়ালে ছোপ ছোপ ঋতূকালীন গান
ধানগাছের বাগানে দোপাটি দাঁড়িয়ে
এলিয়ে সন্ধ্যা খোপাটি বেঁধেছে নেশা লাগা ঘ্রাণ
উন্মুখ পুর্ণিমায় গোপন আলো মাখামাখি
রস চেটে গা'য় জড়িয়ে গ্যাছে সবুজ মাছি
হালকা হলুদ রোদ সেলোফিন
ওড়না হ'য়ে লুকিয়ে রাখে
সব ন্যাচারাল্ ইচ্ছাকে
ঘেঁটো না
ফসিলকে স্তন্য দান করতেই পার
কার্নিভাল শেষ বলে ওর দুধদাঁত নিভে গেছে
এ ধারনাগত অবস্থান থেকে
শুকিয়ে যেতেই পারে
শিরা উপশিরার জটিল জালে ঢাকা শীর্ণ বুক
কিংবা ফিডিং বোতলের নিপল কামড়াক
উত্তেজিত কামুক
সময় ফসিলের বয়েস ঘেঁটো না
সুদীপ ব্যানার্জী
মোবাইল- 8900500755
মোবাইল- 8900500755
হুগলী জেলার ধণিয়াখালির বাসিন্দা
ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর।
পেশা --শিক্ষকতা।
সম্প্রতি প্রকাশিত কাব্যগ্রন্থ---"তিন পাত্তির তাস"।
সম্প্রতি প্রকাশিত কাব্যগ্রন্থ---"তিন পাত্তির তাস"।
No comments:
Post a Comment