বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)
সূর্যমুখী
সূর্যমুখী বেঁকে আছে ধ্যানে-
শকুনের শেষ তদন্তে,
জিওলজিক্যাল টাইমস্ স্কেল মাথার উপর
সোজাসুজি.
'উষ্ণতার'
খানদানি স্টাটাস,
ব্যাস্ততার পারদ যখন লাঞ্চবক্স ফেলে কালাহারী ছুঁই ছুঁই
আঁকাবাঁকা সানগ্লাস তখন দুষ্টুমিতে পিছলে যাওয়ার চেষ্টায়
গোঙানি বাঁশির পাদদেশ বেয়ে রুমালের ভাঁজে!
নোনা স্বাদের শুকনো কথা তৃষ্ণার্ত দূষণের গড়ের মাঠ
একজোট উলঙ্গ নির্যাস
ক্লান্ত রূপনগরীর ছন্দ ফেরাতে মরিয়া
জীবনের তাগিদে,
তরল নেপথ্য
রঙীন গোলা
মেশিনের ফাঁকে ঘুম জড়ায় মিষ্টি আঠায়-
উৎকণ্ঠা প্রেমিক মনে
ঠিক যেন-সঙ্গমের তৃপ্তি।
দাবদাহের ছবিতে মুঁচকি হাসির ঠোঁট,
নিচে নোয়ানো
ধ্যানমগ্ন থাকে না সূর্যমুখী
ব্যাস্ত থাকে জলপানে।
দূষণের উত্তাপ
রূপনগরীর আকাশ
পর্বতের উরুর স্পর্শে,
তোমার নিখুঁত মাংসপেশী।
জমাট বেঁধে আস্তরণ,
মোহনার মতো অহংকারী!
ব্যাধিগ্রস্থ অনুভূতি ঢেউয়ের স্রোতে-
বিদ্যুৎ
পাঁজর ভাঙে স্বপ্নে- সহস্র রাজার!
বিলাসী বিছানায় খড়কুটোর টুকরো
দাঁড়কাকের মৃতদেহে প্রেম,
নোনাধরা প্রাসাদে চড়ুই সুখ।
শেষ নির্জনে প্রতীক্ষা
বনানীর-
বেলজ্ব কামনায় দাবানল প্রত্যাশি
পাতাঝড়া বক্ষে পতঙ্গের নেশাবুঁদ হুল
শুষে নেয় টাট্টু ঘোড়ার শিহরণ,
উড়ে যায় এঁটো মুখে।
দূষণের উত্তাপ-
তোমার বন্ধুত্বে আণ্টারটিকার নীল বরফ গলে
মোমের দহনে
দূষণের উত্তাপে।।
রং তুলির প্রলেপ
রং তুলির প্রলেপ ভেজা
আকাশ নদীর কবিতা
আগমনীর পোট্রেট ঝুলে থাকে
ঘড়ির কাঁটায়-বারোমাস!
রঙীন সেলফোন,ব্যাস্ততার কিবোর্ড
খাদ্যাভাস কেবল 4G নির্ভর,
কালিহীন স্বচ্ছতায়
গোটা কয়েক সিটি
প্রেসার কুকারে স্নান শেষে
পাহাড় প্রমাণ ফ্রিজে বন্দি
নিচুতলার ঈশ্বর
ধীর স্থির
খোলা আকাশের চাঁদ
কুড়ানো খাদ্যাভাসে,
মাটি হাঁড়ির কলঙ্ক
শুধু প্রতিশ্রুতির অপেক্ষা
ডাস্টবিনের ফুটপাত!
থাকে না—
রং তুলির প্রলেপ ভেজা
আকাশ নদীর কবিতায়!
অর্ণব মণ্ডল
বাবার নাম-অশোক কুমার মণ্ডল
গ্রাম+পোস্ট-বরুণহাট
জন্মস্থান-হাসনাবাদ
জন্ম তারিখ-03-10-1995
থান- হাসনাবাদ
পিন নং- 743426
জেলা- উত্তর চব্বিশ পরগনা
ফোন নং- 9093818961
বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)
সূর্যমুখী
সূর্যমুখী বেঁকে আছে ধ্যানে-
শকুনের শেষ তদন্তে,
জিওলজিক্যাল টাইমস্ স্কেল মাথার উপর
সোজাসুজি.
'উষ্ণতার'
খানদানি স্টাটাস,
ব্যাস্ততার পারদ যখন লাঞ্চবক্স ফেলে কালাহারী ছুঁই ছুঁই
আঁকাবাঁকা সানগ্লাস তখন দুষ্টুমিতে পিছলে যাওয়ার চেষ্টায়
গোঙানি বাঁশির পাদদেশ বেয়ে রুমালের ভাঁজে!
নোনা স্বাদের শুকনো কথা তৃষ্ণার্ত দূষণের গড়ের মাঠ
একজোট উলঙ্গ নির্যাস
ক্লান্ত রূপনগরীর ছন্দ ফেরাতে মরিয়া
জীবনের তাগিদে,
তরল নেপথ্য
রঙীন গোলা
মেশিনের ফাঁকে ঘুম জড়ায় মিষ্টি আঠায়-
উৎকণ্ঠা প্রেমিক মনে
ঠিক যেন-সঙ্গমের তৃপ্তি।
দাবদাহের ছবিতে মুঁচকি হাসির ঠোঁট,
নিচে নোয়ানো
ধ্যানমগ্ন থাকে না সূর্যমুখী
ব্যাস্ত থাকে জলপানে।
দূষণের উত্তাপ
রূপনগরীর আকাশ
পর্বতের উরুর স্পর্শে,
তোমার নিখুঁত মাংসপেশী।
জমাট বেঁধে আস্তরণ,
মোহনার মতো অহংকারী!
ব্যাধিগ্রস্থ অনুভূতি ঢেউয়ের স্রোতে-
বিদ্যুৎ
পাঁজর ভাঙে স্বপ্নে- সহস্র রাজার!
বিলাসী বিছানায় খড়কুটোর টুকরো
দাঁড়কাকের মৃতদেহে প্রেম,
নোনাধরা প্রাসাদে চড়ুই সুখ।
শেষ নির্জনে প্রতীক্ষা
বনানীর-
বেলজ্ব কামনায় দাবানল প্রত্যাশি
পাতাঝড়া বক্ষে পতঙ্গের নেশাবুঁদ হুল
শুষে নেয় টাট্টু ঘোড়ার শিহরণ,
উড়ে যায় এঁটো মুখে।
দূষণের উত্তাপ-
তোমার বন্ধুত্বে আণ্টারটিকার নীল বরফ গলে
মোমের দহনে
দূষণের উত্তাপে।।
রং তুলির প্রলেপ
রং তুলির প্রলেপ ভেজা
আকাশ নদীর কবিতা
আগমনীর পোট্রেট ঝুলে থাকে
ঘড়ির কাঁটায়-বারোমাস!
রঙীন সেলফোন,ব্যাস্ততার কিবোর্ড
খাদ্যাভাস কেবল 4G নির্ভর,
কালিহীন স্বচ্ছতায়
গোটা কয়েক সিটি
প্রেসার কুকারে স্নান শেষে
পাহাড় প্রমাণ ফ্রিজে বন্দি
নিচুতলার ঈশ্বর
ধীর স্থির
খোলা আকাশের চাঁদ
কুড়ানো খাদ্যাভাসে,
মাটি হাঁড়ির কলঙ্ক
শুধু প্রতিশ্রুতির অপেক্ষা
ডাস্টবিনের ফুটপাত!
থাকে না—
রং তুলির প্রলেপ ভেজা
আকাশ নদীর কবিতায়!
অর্ণব মণ্ডল
বাবার নাম-অশোক কুমার মণ্ডল
বাবার নাম-অশোক কুমার মণ্ডল
No comments:
Post a Comment