এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

তারক নাথ গাঙ্গুলী


বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)


 

--::  আর ফিরে পাবো না   ::--
       
সৃষ্টি হয়তো আবার নব ছন্দে ধরবে গান
আকাশে উড়ে চলা বিহঙ্গের দল
নব অরুণের উন্মেষে আবার মেলবে পাখা
গ্রীষ্মের শেষে ঝরে পড়া কিশলয় শাখে
আবার উঠবে গজিয়ে নব নব পল্লব।
রাতের শেষে যেমন দিনের দেখা
ঠিক তেমনই ভাবে একদিন হয়তো
অনেক কিছুই পাবো ফিরে,
ফিরে পাবে হারিয়ে যাওয়া হাসিটা,
ফিরে পাবো জীবনে বেঁচে থাকা
নতুন একটা মানে,
ফিরে পাবো জীবনের স্বাদ
ফিরে পাবো উল্লাস.....
অনেক কিছুই হয়তো ফিরে পাবো !
কিন্তু  আর ফিরে পাবো না
শৈশবের সেই দিন গুলো,
নামহীন অজস্র বন্ধু,
প্রথম প্রেমের মাদকতা,
আর 'তোমাকে '......!!!
আমার সব "না পাওয়া গুলো"
সুখস্মৃতি হয়ে থেকে যাবে হৃদয়ের
এক গোপন প্রোকোষ্ঠে....
সকলের অলক্ষ্যে....



  --::  বার্তা  ::--
      
অপেক্ষায় কেটে গেছে বুঝি শত বৎসর
তবু স্মুতির চোরা রাস্তায় হেঁটে চলেছি আজও
ভ্রম্যমান পথিক বেশে আশার খোঁজে;
"এবার বুঝি আসবে বার্তা ঘটবে প্রতিক্ষার অবসান।"
কিন্তু না.....
নিরাশার হাতছানি প্রতি ক্ষনে চক্ষু টাটায়
বার বার ব্যথিত হৃদয় চিৎকার করে ওঠে,
"অনেক হয়েছে ! এবার ইতি টানায় সঙ্গত।"
তারপর কিয়ৎকালের স্থবিরতা,
নতুন দিনে আবার সেই একই ভাবনা…
"এবার বুঝি আসবে বার্তা,ঘটবে প্রতিক্ষার অবসান।"

তারক নাথ গাঙ্গুলী
মানবাজার- পুরুলিয়া



No comments:

Post a Comment