এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

তোহাদ্দেশ সেখ


কবিতা : সাধারণ বিভাগ


প্রশ্ন

যে প্রেম চাতক সাজেনি তাতে অবহেলার দোহায় কেন?
যে প্রেম মৃত্যু ভয়ে দূরে সরেছে সেই প্রেমের কি নাম দেবে?
সেদিনের কিছু প্রতীক্ষা যদি জ্যোৎস্নারাতে মেখে নিতে
তবে আজকের দূরত্বে চাঁদ এভাবে হাসতো না।
মনে পরে সে দিনের হাতে হাত রেখে বলা কথাগুলি?
কি দরকার ছিল সেদিন বৃষ্টি ছুঁয়ে মিথ্য নদী হবার,
মনে পরে সুযোগ পেয়ে জোরে সেই চিমটি কাটা,
কেন সেদিন ওভাবে হেসেছিলে?
সেদিনের হাসি এক স্বপ্ন নদী
না এক আশার আলোকবর্ষ ছিল জানিনা
তবে সেদিনই প্রথম বেখেয়ালে ভাসতে শিখি।

তুমি কেমন আছো, তোমার শরীর ঠিক আছে তো?
নাকি হালকা বাতাসে এখনো তোমার মাথা ধরে বা
বেশি হাসতে গিয়ে চুল কটি কি তোমার চোখ বেঁয়ে গাল ছুঁয়ে যায়?
জানো এখন আমার রাত খুব ভালো লাগে,
একটা একাকীত্ব আমাকে চেপে ধরলে ব্যর্থ প্রেমের গল্প লিখতে পারি।
আচ্ছা তোমার মনে পরে আমাদের প্রথম দেখা কলেজের সিঁড়িতে আমি উঠছিলাম আর তুমি নামছিলে
আমি অজান্তেই তোমার চোখে চোখ রেখে থমকেছিলাম।
আর তুমি তাতে কি যে চোখ রাঙায় না রাঙিয়ে ছিলে।
আর হিস্ট্রি ম‍্যামের প্রথম ক্লাস মনে আছে,
তোমার টেবিল থেকে একটা ফুল নেওয়ার জন্য কি করেছিলে ?
সেদিন আমি মিথ্যা বলেছিলাম যে--'তোমার জানলে আমি ফুলটা নিতাম না' ।  
আসলে সেদিন তোমার জেনেই ফুলটা নিয়েছিলাম।  থাক ওসব কথা, তুমি তো ভুলতেই ভালোবাসো । সব ভুলে সুখে থেকো তাহলেই আকাশ তার দূরত্ব মেপে নিবে ।
একটা প্রশ্নের উত্তর দিবে_ তুমি আমাকে সহ্যই তো করতে পারতে না
তাহলে সেদিন সবাইকে লুকিয়ে নোট চেয়েছিলে কেন?
আচ্ছা তুমি যখন বন্ধু হলে তখন তুমি কি আবেগ-অনুভূতি অনুভব করোনি?
আমি সব জানি, আমি তখনই বুঝেছিলাম
তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলে কিন্তু সাজাতে চাওনি।
তুমি মন দিয়েছিলে ,
ভালবেসেছিলে কিন্তু একটা অজানা ভয়ে কখনো বলোনি
কেন ? কেন বলোনি সেদিন?
তুমি তো আরো কয়'দিন আমার সাথে বন্ধু হয়ে থাকতে পারতে?
তুমি অপেক্ষা করোনি হঠাৎ দূরে চলে গেছিলে, কিন্তু কেন?
আমাকে কাঁদিয়ে সুখের সংসার গড়ার জন্য?
জানি তুমি সেদিনের মত আজকেও উত্তর দিবে না।
তুমি তো ভাল করেই জানতে আমি তোমাকে কতটা ভালবাসতাম,
ভেবে দেখলেনা আমার কি হবে?
আজ আর এসব কথা বলে লাভ কি
তখন তো একটা সুযোগও দাওনি শেষ কথাগুলি বলার জন্য!

না, দেখো আমি কিন্তু মরিনি প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি আজও।
ভালো থেকো আমাকে কাঁদিয়ে ভালো থেকো ভুলে গিয়ে
ভালো থেকো স্মৃতিগুলি মাড়িয়ে ভালো থেকো ভালবাসা ভুলে
আমি খুজে নেবো উত্তর স্মৃতির দেশে ব্যর্থ অনুভূতি  মাঝে।।

কবিতাপাঠে : স্বপ্না মিদ‍্যা

*******
তোহাদ্দেশ সেখ
তোহাদ্দেশ সেখের বাবার নাম  জাকারিয়া সেখ। মুর্শিদাবাদ জেলার উপরডিহা গ্রামে ১৯৯৫ সালে ২য় জানুয়ারি জন্ম গ্রহণ করেন।
বিলবাড়ী হাই মাদ্রাসায় নবম শ্রেণীতে পড়ার সময় কবিতায় তার হাতে খড়ি। খেঁকুল হাই স্কুলে একাদশ শ্রেণীতে বার্ষিক পত্রিকা `নির্ঝর' -এ `আমার গ্রাম' নামে প্রথম তার একটি কবিতা প্রকাশ পায়। ইতিহাসে অনার্স নিয়ে বহরমপুর কলেজে ভর্তি হলেও পড়াশোনা মাঝ পথে ছেড়ে কর্মসুত্রে সৌদি আরব পাড়ি দেয়। বলতে গেলে সেখান থেকেই লেখালেখির পথ চলা শুরু। "কাঁটাতারের এপার ওপার", "সরিষা" ও "নবারুষ" কবিতা সংকলনে তার একাধিক কবিতা জায়গা পেয়েছে। তাছাড়া বেশ কয়েকটি প্রিন্টেড ও অনলাইন ম‍্যাগেও তার লেখা প্রকাশিত হয়েছে। এখন সে সৌদি আরবে থেকে নিয়মিত লেখালেখি করে চলেছে।

*****

No comments:

Post a Comment