এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

রিয়া চক্রবর্তী


কবিতা : সাধারণ বিভাগ


বিষাদ স্বপ্ন

জীবন জুড়ে মনের খামে
পূর্ণ হলো চিঠির বোঝা,
স্বপ্ন তো নেই - তবু কেন
এমনি করে তাকে খোঁজা ?

হৃদয় জুড়ে বিষাদ সাগর
এক দু’ফোটা চোখের জলে,
ঝলসে যাওয়া ইচ্ছেগুলো
কবর খুঁড়ে থাকতে বলে।

একলা কাটে বেরং জীবন
হৃদয়ে ক্ষত রক্ত নদী।
বইয়ে ভাঁজে শান্তি খুঁজি,
ইচ্ছে মৃত্যু থাকতো যদি!

দুঃখের 'পরে দুঃখের পরত
শহর জুড়ে সুখের ডানা।
আমার আছে  বিষাদ পাখা,
নীল আকাশে উড়তে মানা।

অলীক ভাবনা রাত্রি দুপুর
আবোল তাবোল স্বপ্ন দেখা।
অনন্তকালের অপেক্ষা আর,
জীবন স্রোতে ভাসতে থাকা।

বিষাদ নামে মনের খামে
পূর্ণ হলো চিঠির বোঝা,
ঝলসে যাওয়া স্বপ্নগুলোর
আকাশ জুড়ে জীবন খোঁজা।


তোর জন্য

ইথার তরঙ্গে রেখে গেলি তোর ফিসফিস।
মনের আয়নায় তোরই প্রতিচ্ছবি।
তোর জন্যই ধূপ-জ্বেলে-রাখি মন্দিরে।

আমি বরাবরই আগুন মুখী,
নায়াগ্রাকে বেঁধে রাখি চোখে।
এই যে তুই  মেপে নিচ্ছিস সময়
প্রতি পদক্ষেপে অজানা ঠিকানা।  
বৃত্তবন্দি বিন্দুতে ভাবছি বসে
কোন পথে যাবো? স্বর্গে,
না কি পাতাল মুখে!

প্রত্যাখ্যানের কিছু রং থাকে নিজস্ব।
পুড়িয়ে দেয় চোখ, আত্মা, মন।
তবু সন্ধ্যা হলেই আলো জ্বেলে রাখা,
 মঙ্গলগান তোর জন্যই।



******

No comments:

Post a Comment