কবিতা : সাধারণ বিভাগ
।। রজঃস্বলাদের ।।
ও রঙিন মেয়ে, এদিকে আয়, শোন
কী ভাবছিস মুখ নামিয়ে, বোন?
কেন কেউ খুঁজলনা তোর
এক পৃথিবী আলো,ভাঙা মন?
বুঝতে গেলে তাকাতে হয় গভীর
একটি কথা লেখা থাকে বুকে
রক্তে রাঙা খরস্রোতা নদীর...
কথারা হারিয়ে যায়। নীরবতা বানভাসি ছোটে।
মনখারাপের নরম পলি ক্রমে
পাথুরে অক্ষর হয়ে ওঠে।
অক্ষর তোর রূপান্তরে হবে ক্রুদ্ধ উচ্চারণ--
মন্দিরে তোর পূজার অভিলাষে
কেন এই মিথ্যে বিধিবারণ?
ওরে রঙিন মেয়ে, শোন
তোর রঙে যে বিপ্লব লেগে আছে
ভুলিস না তাকে করতে আবাহন।
ও রঙিন মেয়ে, এদিকে আয়, শোন
কী ভাবছিস মুখ নামিয়ে, বোন?
কেন কেউ খুঁজলনা তোর
এক পৃথিবী আলো,ভাঙা মন?
বুঝতে গেলে তাকাতে হয় গভীর
একটি কথা লেখা থাকে বুকে
রক্তে রাঙা খরস্রোতা নদীর...
কথারা হারিয়ে যায়। নীরবতা বানভাসি ছোটে।
মনখারাপের নরম পলি ক্রমে
পাথুরে অক্ষর হয়ে ওঠে।
অক্ষর তোর রূপান্তরে হবে ক্রুদ্ধ উচ্চারণ--
মন্দিরে তোর পূজার অভিলাষে
কেন এই মিথ্যে বিধিবারণ?
ওরে রঙিন মেয়ে, শোন
তোর রঙে যে বিপ্লব লেগে আছে
ভুলিস না তাকে করতে আবাহন।
No comments:
Post a Comment