এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

শম্পা মাহাতো


কবিতা : সাধারণ বিভাগ


পারস্পরিক
-----------------

কতটা পারস্পরিক
সুসময় থেকে সরে এসে দেখো,
মোহ ঘিরে ফেলছে
কান্নাফল
নয় নয় করে বেশ অনেকটা সময়

অত মনে থাকে বলো
কখন কবে কোন কথায় কী!

যোগ বিয়োগই বুঝি না গুন ভাগ।
যদি সব অঙ্ক শূন্য উত্তর দেয়
না মেলে যদি একটাও অমিল!

আমি খাতাকে ধৈর্য শেখাই কলমকে
একাগ্রতা
সাধনাকে সাধি বলি সবুর
বড্ড মায়া কোথা থেকে কোথায় পড়ে যায়

মনে হয় অঙ্ক ছেড়ে আঁকা শিখি এবার
পারস্পরিক সাহচর্যে।
শম্পা মাহাতো
১০৪/১৭, ঘোষপাড়া রোড
আতপুর, উত্তর চব্বিশ পরগনা
পিন- ৭৪৩১২৮

******

No comments:

Post a Comment