এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

তাপস খাঁন


কবিতা : সাধারণ বিভাগ



জল ভাঙে ঢেউ
বুকের ভেতর অাগুন কান্না
স্রোতহীন নদীটির তীরে
পড়ে  একটি শিশু ; ক্ষণজন্মা ৷

...........................................

গনিত  রবীন্দ্রনাথ ও সম্পর্ক

অামার সাদা জামা অার ব্লু ইস্কুল প্যান্ট
অাজও অাটকে অাছে গনিতের তৃতীয় পাটে ৷
জ্যামিতি ,পরিমিতি অার ত্রিকোনমিতির টানাপোড়েনে ,
ক্রমশ বিলুপ্ত হচ্ছে অামার শরীর ৷
অথচ অাজও অক্ষত অাছে ;
অামার সাদা জামা অার ব্লু ইস্কুল প্যান্ট ৷
স্যারও ভালোবেসে শিখাতে পারেননি
জ্যামিতির কাটাকুটি ,
ত্রিকোনমিতির  প্রতিটি চিত্রে অামার রবীন্দ্রনাথ ফুঁটে উঠেছে ,
অার পরিমিতির সব ধাপে প্রমানিত করতে গিয়ে  নিজেকেই হারিয়ে ফেলেছি প্রমানের অাড়ালে ৷
কিন্তু রবীন্দ্রনাথ কোনো দিন সঙ্গ ছাড়েনি অামার।
তাপস খাঁন
******

No comments:

Post a Comment