কবিতা: সাধারণ বিভাগ
সমাপ্তি
জীবন গড়িয়ে যাচ্ছে আঁধারে
বহু যোজন দূরে আলোর আদর ....
এক ভগ্নাংশ জোনাকি উলম্ব সাঁতার
কাটে আকরিক আঁধারে
অপার সৌন্দর্যের অনুভূতি তৈরি হয়
চোখের সামনে
হাত বাড়িয়ে ---হাতছানি ডাক দেয়
রাতের জ্যান্ত আসবাবপত্র সব সাজানো থাকে ।
শুধু মুখচোরা জোনাকি সমাপ্তির
দিকে যায়
সেই সমাপ্তির দিকে আমি কি উড়ন্ত
ফড়িং ?
ডুব কথা
আমার জানালা দিয়ে আকাশটাকে
দেখা যায় ।আর সমস্ত রোদ
জানালা ভেঙ্গে ভিতরে আসে ....
এসে একমুঠো আড্ডা মারে
টেবিলের উপর ঘন্টা খানিক
কথাবার্তা চলে অক্ষের সাথে
তাদের ডুব কথা শুনতে পাই আমি ...
বিজয়
পশ্চিম মেদিনীপুর
9547780358
No comments:
Post a Comment