কবিতা: সাধারণ বিভাগ
গান লেখে লালনদুহিতা
তুমিও মৃত্যুর মত, সুশীতল আবেগ গহন
শিল্পকর্ম পেতো ধরো হাঁটাপথে আলোর কথন
অতীত শানিত নম্র চুপচাপ পথ আঁকে একা
আমিও অবোধ যেন পেতে ধরি দুঃখের চিতা
ক্লান্তিকর এই জন্ম শোক যেন আগুন ফলক
তুমিও জাতক কথা মৃত্যুমুখী তার নাম হোক
অধিক মিলন এই অন্তহীন অনুগান নামে
বিবাহসঙ্গীত বাজে দূরে কোন বেদনার ধামে
শোক নেই জন্ম নেই স্থিরতার অন্তত আলোক
মৃত্যুর কুহক ঘ্রাণ তোর মাঝে স্থাপনের হোক
আমিও নিশ্চিন্ত যেন কতকাল পথ ভেঙে একা
ঘুমটুকু চেয়েছিল মৃতের শরীরে শান্তি রেখা
আসলে মৃত্যুর নামে স্পৃহাহীন পেতেছে বিষাদ
আমি তো ভেবেছি একে প্রেমজন্ম পেতে ধরা খাদ
*******
Baby Shaw
Tribeni keshri complex 3/1
Near basu villa
Dimna road
Mango
Jamshedpur 831012
Mob no. 7004463348
*******
No comments:
Post a Comment