কবিতা : সাধারণ বিভাগ
উদ্দেশ্যগুলি
উদ্দেশ্যগুলি ঝাঁঝিয়ে উঠল
ঘোরতর এক শুয়োর পুষছি
ওকে পোশাক পরাচ্ছি
জন্মদিনের বেলুনে ফুঁ দিচ্ছি
ঝিকিমিকি রোদে ওকে কামান নিয়ে যুদ্ধে পাঠাচ্ছি
সান্ধ্যক্রিয়া
আমাদের ঘরে সন্ধ্যা নামছে
হাতপাখা বিশ্রাম নিচ্ছে বিছানায়
জলের ঘটি চেঁচাচ্ছে খালিপেটে
দুয়ার খুলে বাদুড় এলো
মন চুষে চুষে খাবে
দোলায়মান
দাঁড়িপাল্লায় যা ওজন হচ্ছে
তা আমাদের সহনশীল আত্মা
রাতের নোনতা বাতাসে
মাছ হয়ে ফিরছে
এখন সময়ের সন্দিগ্ধ জালে
দুলছে
শকুনি সংকেত
পড়ন্ত আলোর বাজারে কাদের চকচকে হাত
চাকুর মতো এগিয়ে আসছে?
আমাদের অর্থনীতির ধূসর বাগান
কয়েকটি অচল মুদ্রার বৃক্ষে
শকুনি সংকেত এঁকে রেখেছে বহুদিন
No comments:
Post a Comment