এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

তৈমুর খান


কবিতা : সাধারণ বিভাগ



উদ্দেশ্যগুলি



উদ্দেশ্যগুলি ঝাঁঝিয়ে উঠল
ঘোরতর এক শুয়োর পুষছি
ওকে পোশাক পরাচ্ছি
জন্মদিনের বেলুনে ফুঁ দিচ্ছি
ঝিকিমিকি রোদে ওকে কামান নিয়ে যুদ্ধে পাঠাচ্ছি


সান্ধ্যক্রিয়া

আমাদের ঘরে সন্ধ্যা নামছে
হাতপাখা বিশ্রাম নিচ্ছে বিছানায়
জলের ঘটি চেঁচাচ্ছে খালিপেটে
দুয়ার খুলে বাদুড় এলো
মন চুষে চুষে খাবে



দোলায়মান


দাঁড়িপাল্লায় যা ওজন হচ্ছে
তা আমাদের সহনশীল আত্মা
রাতের নোনতা বাতাসে
মাছ হয়ে ফিরছে
এখন সময়ের সন্দিগ্ধ জালে
দুলছে




শকুনি সংকেত


পড়ন্ত আলোর বাজারে কাদের চকচকে হাত
চাকুর মতো এগিয়ে আসছে?
আমাদের অর্থনীতির ধূসর বাগান
কয়েকটি অচল মুদ্রার বৃক্ষে
শকুনি সংকেত এঁকে রেখেছে বহুদিন

তৈমুর খান
নব্বই দশকের কবি ও গদ্যকার।
জন্ম ২৮ জানুয়ারি ১৯৬৭, বীরভূম জেলার রামপুরহাট সংলগ্ন পানিসাইল গ্রামে । বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা। বর্তমানে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহশিক্ষক পদে কর্মরত। প্রকাশিত কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল :  জ্বরের তাঁবুর নীচে বসন্তের ডাকঘর, একটা সাপ আর কুয়াশার সংলাপ, প্রত্নচরিত, বৃত্তের ভেতরে জল, জ্যোৎস্নায় সারারাত খেলে হিরণ্য মাছেরা, নির্বাচিত কবিতা ইত্যাদি ।পুরস্কার পেয়েছেন কবিরুল ইসলাম স্মৃতি পুরস্কার, দৌড় সাহিত্য সম্মান এবং অক্সিজেন সাহিত্য সম্মান ।ঠিকানা : রামরামপুর, শান্তিপাড়া, রামপুরহাট, বীরভূম জেলা, পিন কোড ৭৩১২২৪, পশ্চিমবঙ্গ ।ফোন নম্বর ৯৩৩২৯৯১২৫০

****

No comments:

Post a Comment