এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

ফিরোজ আখতার


কবিতা : সাধারণ বিভাগ



খাঁদুমামার ছোট মেসো

খাঁদুমামার এর ছোট মেসো
ব্যাটা ছিল বেজায় কেশো,
দিনের বেলা কাশতো বিকট
নাকের চুলে বাধতো যে জট ৷
সেই জটেতে বড়োই জ্বালা
কানের মাঝে লাগতো তালা -
ভোরের বেলা খুঁজতো চাবি,
হাঁফিয়ে গিয়ে খেতো খাবি ৷
ব্যাটা ছিল হেঁফো রোগী
শ্বাসের ব্যামো ছিল খুবই,
হাঁসফাঁস ফাঁস বুকের খুলি
দুচোখ ঠেলে বেরোয় বুঝি ৷
আবার ছিল বাতের অসুখ
উঠতে বসতে পেত না সুখ,
কুঁচকে রেখে ভুতুড়ে মুখ
দিবারাত্র সে করতো দুখ ৷
হঠাৎ সেদিন সকল ব্যামো
কেমন করে উধাও হলো,
রোগগুলো সব কোথা গেলো
মেসো এখন বেজায় ভালো ৷
কিন্তু মেসোর ভাবনা হলো
রোগগুলো যে কোথা গেলো !
এদিক খোঁজে, ওদিক খোঁজে,
রোগ ছাড়া তার চলবে না যে ৷
খুঁজতে খুঁজতে সারা হলো -
হদিশ কোথাও নাহি পেলো !
শেষ বেলাতে মাথার ব্যামো
বদ্ধ পাগল হয়ে গেলো |

ফিরোজ আখতার
****

No comments:

Post a Comment