কবিতা : সাধারণ বিভাগ
ভার্জিনিটি লস
১।
রাতের গভীর অন্ধকারে
ধরা দিয়েছিল ভালোবাসা
মিশেছিল মন
সাদা বিছানাতে
যোনি বিদীর্ণ লাশ
সাদা চাদরে ঢেকে
মেতেছিল শারীরবৃত্তীয় খেলায়
চাহিদার চিৎকার
ভেঙেছিল নীরবতা
ক্ষণিকের খুশিতে
ভুলেছিল মন
২।
যোনি জীবিকায়
বাঁচার রসদ খোঁজে
দগ্ধ মন
অথবা
বিশহাত দড়ি শেষসম্বল
আল ইজ ওয়েল
আজ
নিজেকে দেখেই
আমার নিজের ভয় লাগে
এতটা পথ
দুর্বার গতিতে
এগিয়ে এসেছে
জীবন গাড়ি
খাদের কিনারে
ছুঁটে চলেছে
জন্ম মৃত্যু গতিপথ
কেঁপে ওঠে বুক
একটা ছোট ভুল
ভয়ানক আক্সিডেন্ট
খাদের গভীরে
ডুবে যাবে পথ
তবুও
সান্ত্বনা অনড়
বুঝতে পারি
ধুকপুকানি শব্দ
চিৎকার করি সজোরে
আল ইজ ওয়েল
দেবব্রত মাইতি আন্দুল - হাওড়া
শব্দ মাঝে
খুঁজে ফিরি
বেঁচে থাকার রসদ
***** |
No comments:
Post a Comment